প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আজকের দিনটি ছিল অন্যতম একটি সেরা দিন। ছাত্র স্বীকার কর্তৃক আয়োজন করা হয়ফ্রেমে বন্দি ৩৬ জুলাই।আলোকচিত্রী প্রদর্শনী। আর এই সুন্দর আয়োজনটি করা হয় শাহবাগ জাতীয় জাদুঘরে। এখানে সকল প্রকার মানুষের জন্য উন্মুক্ত ছিল। কারো কোন টিকিট লাগেনি।
আজকে কলেজ শেষ করে আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে চলে যায় শাহবাগ জাতীয় জাদুঘরে। এত সুন্দর একটা আয়োজন আর আমরা দেখব না এটা কি কখনো হতে পারে..? এই জুলাই ২৪ এর আন্দোলন আমাদের সাথে মিশে আছে। আমাদের তরুণ প্রজন্মের কাছে এটাই ছিল আমাদের স্বাধীনতা। যখন আমরা জাদুঘরে প্রবেশ করি, তখন বিভিন্ন চিত্র দেখে মনে হচ্ছিল আমরা যেন আবার সেই জুলাই মাসে ফিরে গিয়েছি। দেওয়ালের এক একটা চিত্র দিকে তাকালেই মনে পড়ছিল জুলাইয়ের সেই দিন গুলির কথা।
সবথেকে সুন্দর দৃশ্য ছিল, জুলাই বিপ্লব শহীদদের নিয়ে একটি মানচিত্র তৈরি। মানচিত্রটিতে জুলাই বিপ্লব শহীদদের নাম লেখা ছিল। দেখে মনে হচ্ছিল এটি ২০২৪ এর তৈরি একটি মানচিত্র, যেখানে হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি।
আবার পাশের দলগুলোতেই ছিল জুলাই বিপ্লবের দুষ্কৃতিকারীদের বিভিন্ন ছবি। জুলাই বিপ্লবের সময় তাদের জ্ঞানহীন কথাবাত্রা সেখানেই ফুটে উঠেছে। বিশেষ করে সবাইকে মনে করিয়ে দেয় হারুন আঙ্কেলের ভাদের হোটেল। ডিবি হারুনের ভাতের হোটেলে নিয়ে ছাত্র-জনতার এ আন্দোলনকে নশ্চাত করতে চেয়েছিল।
ভিতরে ঘোরাঘুরি শেষে বাহিরে বের হয়ে আসতে দেখি, জুলাই বিপ্লবের অন্যতম সেরা নায়ক সাদেক কাইয়ুম ভাই। যিনি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি। তিনটি বাচ্চার সাথে অমলিন হাসি দিয়ে ছবি তুলছে। ভাইয়ের এই মিশার প্রবণতা দেখে খুবই ভালো লাগছে।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা,বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সত্যি এটি একটি অসাধারণ আয়োজন ছিল। এটি একটি সৃজনশীল আয়োজন। যার মাধ্যমে আমরা জুলাই শহীদদের কথা কখনো ভুলতে পারবো না। এই বাঙালি জাতি চিরজীবন তাদের কথা স্মরণ করতে থাকবে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi @tanvirahammad,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit