যানজটের এ শহরে মেট্রোরেল আমাদের জীবনযাত্রার মান অনেকটা সহজ করে দিয়েছে।।

in blog •  4 months ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

ঢাকা শহরের অপর নাম জ্যামের শহর, এখানে প্রচুর পরিমাণ মানুষের বসবাস। যার ফলে শহর জুড়ে থাকে জ্যাম। ১০ থেকে ১৫ মিনিটে রাস্তা জ্যামের জন্য যেটা সময় লাগে এক থেকে দুই ঘন্টা। এই সমস্যা নিরসনের জন্য ২০২২ সালের শেষের দিকে ঢাকার বুকে নির্মিত হয় মেট্রোরেল.

IMG20240917162314.jpg

মেট্রোরেলের ফলে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে খুবই দ্রুত যেতে পারে। মানুষের জীবনের ভোগান্তি অনেকটা কমে এসেছে।

উদাহরণস্বরূপ হিসেবে আমি আপনাদের মাঝে একটি দিনের কথা তুলে ধরছি।
ঐদিন আমার মাদ্রাসা শেষ করে, বাড়ি আসার জন্য রওনা দেই, রাস্তায় এসে শুনতে পারি আজিমপুরের দিকে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে। যার ফলে গাড়ি চলাচল বন্ধ। কিন্তু আমার তো বাসায় যেতেই হবে, তখনই মাথায় আসলো মেট্রোরেলের কথা। চলে গেলাম উত্তরা মেট্রো রেলস্টেশন। সেখানে যেয়ে দেখি মানুষের লম্বা ভিড়।

IMG20240917154656.jpg

IMG20240917153449.jpg

আসলে ভিড় হটা স্বাভাবিক, কেননা যখন গাড়ি চলাচল বন্ধ তখন মানুষেরা বিকল্প পথ হিসেবে এটা কে বেছে নেবে। দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলাম। থাকার পরে বহুল কাঙ্খিত সেই মেট্রোরেল টিকিটটি হাতে পেয়ে যাই

IMG20240917155616.jpg

সময় যতই বাড়চ্ছে মেট্রো রেল স্টেশনে মানুষের ভিড় ততটাই বেড়ে চলেছে। টিকিট নিয়ে উঠলাম, মেট্রোরেলের জন্য অপেক্ষা করছি।মেট্রোরেল আসা মাত্র মেট্রোরেলে উঠে উরলাম। লক্ষ্য করলাম ভিতরে ভালোই ভিড় ছিল। অনেক মানুষ দাঁড়িয়ে যাচ্ছিল।

IMG20240917160205.jpg

IMG20240917161003.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
উত্তরা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
সর্বোপরি মেট্রোলের মাধ্যমে ঢাকার যানজট নিরেশন না করা গেলেও, মোটামুটি মানুষের প্রয়োজনে চলার একখণ্ড জায়গার ব্যবস্থা করে দিয়েছে। ইমারজেন্সি কোন কাজ থাকলে মেট্রোলের মাধ্যমে খুবই দ্রুত তা সমাধান করতে পারে। আমাদের এদেশে উন্নয়নের প্রকল্পের মধ্যে মেট্ররেল অন্যতম একটি প্রকল্প হয়ে থাকবে।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!