বন্ধুর বুখারি খতমে যেয়ে উপহার পেলাম ডাইরি।।

in blog •  yesterday 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

বন্ধুর বুখারি শরিফ খতম উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে উপহার হিসেবে একটি ডায়রি পেয়েছেন।

IMG20250115003349.jpg

গত ১৩ জানুয়ারী ২০২৫ ইংরেজি তারিখে বন্ধুর বুখারি শরিফ খতম উপলক্ষে একটি মিলাদ ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আধ্যাত্মিক পরিবেশে বুখারি শরিফের শেষ অধ্যায় পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ছোট্ট উপহার বিতরণ করা হয়। অতিথিদের মধ্যে ডায়রি বিতরণ ছিল অন্যতম আকর্ষণ। এই ডায়রি স্মৃতি হিসেবে অনুপ্রেরণামূলক বার্তা বহন করবে।

IMG20250115003340.jpg

উপস্থিত একজন অতিথি হিসেবে আমি এই ডায়রি উপহার পেয়ে অভিভূত। ডায়রিটি শুধু লেখালেখির জন্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সময়ের স্মারক হিসেবেও মনে থাকবে। বন্ধুর এই উদ্যোগ প্রশংসনীয় এবং শিক্ষার প্রতি তার ভালোবাসার দৃষ্টান্ত।
IMG20250115003327.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

এমন আয়োজন থেকে উৎসাহিত হয়ে ভবিষ্যতেও জ্ঞানচর্চার প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন। অনুষ্ঠানটি সবাইকে একটি সুন্দর বার্তা দিয়ে শেষ হয়েছে।

ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!