প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
একদিন বিকেল বেলা হুট করে গিয়েছিলাম, একটি ফুলের বাগানে। ফুল গাছ দেখা মানেই মনের মাঝে প্রশান্তি কাজ করে। আমাদের দেশের সবাই ফুলকে ভালোবাসে। ফুল হলো বাঙ্গালীর আবেগের অন্য এক জায়গা।
নাকচম্পা ফুল যেন এক অপরূপ সৌন্দর্যের একটি ফল। এটি সাদা হয়ে থাকে। দেখতেও খুবি ভালো লাগে। বাংলাদেশের প্রতিটি ফুলের মাঝে নাকচম্পা একটি অন্যতম সেরা ফুল। একি আমাদের দেখে বিভিন্ন নামে পরিচিত। নাকচম্পা, নাগা চম্পা,চম্পা ইত্যাদি৷ এই ফুলটি যখন ফোটে পরিবেশের সৌন্দর্যকে হাজারগুন বাড়িয়ে দেয়। সাদা রঙের এই ফুলটি, মুখরিত করে রাখে তার স্নিগ্ধ গন্ধে। এই ফুলটি অনেকদিন স্থায়ী হয়। অনেকদিন ধরে কাছে ফুটে থাকে, যার ফলে দেখতে অনেক সুন্দর দেখায়।
আমার যখন মন খারাপ থাকে, তখন আমি ফুলবাগানে চলে যাই। ফুলবাগান প্রতিটি মানুষের ভালো লাগে । মানুষের আবেগের অন্যতম সেরা একটি জায়গা হলো ফুল বাগান। ফুল দেখার মাঝে মনের মাঝে একটা তৃপ্তি কাজ করে। ফুলের সৌন্দর্য গাছের শোভা পায়, তাই কখনো ফুলকে ছাড়া উচিত না।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
মাঠে |
নাগ চম্পা একটু সাদা জাতীয় ফুল,এই ফুল সবাই ভালো আছে।অনেক মানুষ আছে তাদের পছন্দের তালিকায় সর্বপ্রথম থাকে সাদা ফুল। সাদা রং শান্তির প্রতীক,সাদা ফুল আমাদের পরিবেশে শান্তি নিয়ে আসে।