গত ছয় মাসের ভেতর পাশ করেছেন বা ফ্রেশার যারা জব খুঁজছেন কিন্তু ইন্টারভিউ কল পাচ্ছেন না বা ইন্টারভিউ দিয়ে চাকরি হচ্ছে না।
আপনারা আমার প্রশ্নের নং অনুসারে উত্তর দিতে পারেন। যদি কোন প্রশ্নের উত্তর জানা না থাকে বা দিতে না চান তাহলে N/A লিখবেন।
১। আপনি কি আপনার রিজিউম নিজে লিখেছেন ?
২। আপনি কি রিজিউম লিখতে সমস্যায় পড়ছেন ?
৩। আপনার কি লিঙ্কডইনে একাউন্ট আছে ?
৪। আপনার কি নিজের কোন ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েব সাইট আছে ?
৫। আপনার কি ধারণা আপনার রিজিউম আপনার অন্য ৫ জন বন্ধু থেকে কেন আলাদা বা কেন ভালো/খারাপ ? বা কেন আকর্ষনীয় যা একজন রিক্রুটার এর চোখে আলাদা নজরে পড়বে?
৬। আপনি কি মনে করেন কেন ইন্টারভিউ কল পাচ্ছেন না ?
৭। আপনি কি সঠিক সাবজেক্ট লিখে ইমেইল করেন ?
৮। আপনি আপনার রিজিউম ফাইলের নাম কি দেন ?
৯। আপনি রিজিউম ফাইলে কি ফরম্যাটে পাঠান (ফাইলের এক্সটেনশন)
১০। আপনার কি গিটহাব বা এই ধরনের সাইটে একাউন্ট আছে যেখানে আপনার সখের প্রজেক্ট বা ক্লাসের প্রজেক্ট গুলো দেখা যাবে ?
১১। আপনি জব বা ইন্টার্নশীপের জন্য ইমেইল করলে কি লিখেন ইমেইলে ? শুধুমাত্র রিজিউম এটাচ করেন ?
১২। আপনি কি ইমেইল করার সময় বাংলিশ লিখেন ?
১৩। আপনি কি জব ডেস্ক্রিপশন পুরাটা সময় নিয়ে পড়েন?
১৪। আপনি কি সব সময় একই রিজিউম সব জবে পাঠান নাকি জব এর ডেসক্রিপশন অনুসারে প্রতিবার আলাদা করে রিজিউম সম্পাদনা করে পাঠান
১৫। এপ্লাই করার আগে কি কম্পানীর ওয়েব সাইট ব্রাউজ করে জানার চেস্টা করেন ?
১৬। আপনি প্রতিদিন কত ঘন্টা পড়ালেখা করেন নতুন স্কিল ডেভেলপমেন্ট এর জন্য ? এই ব্যাপারে কি আপনার অলসতা কাজ করে?
১৭। আপনি আপনার জব প্রস্তুতি নিয়ে কি খুশি বা কনফিডেন্ট?
১৮। আপনার কোন প্রশ্ন আছে যা জানতে পারলে আপনার কোন বিষয়ে অনফিউশন কেটে যেত ?
১৯। আপনি কোন জবে এপ্লাই করার আগে চিন্তা করেন কিনা সেইটা আপনার জন্য উপযুক্ত কিনা বা ফ্রেশার এর জন্য কিনা?
২০। আপনি কি মনে করেন যে ৪/৫ বছর ধরে পড়ালেখা করে ডিগ্রী অর্জন করাই একমাত্র যোগ্যতা চাকরি করার জন্য? বা ডিগ্রীর পাশাপাশি চাকরির জন্য আলাদা ভাবে স্কিল ডেভেলপমেন্ট যে করা দরকার সেই বিষয়ে আপনি সচেতন কিনা?
কমেন্টে উত্তর লিখুন, সময় নিয়ে লিখুন, চিন্তা করে লিখুন।
- Sabuj Kundu