ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৬৯ (৩০ -০৮-২৪ থেকে ০ ৬-০৯-২৪)

in blogger •  3 months ago 

বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৬৯ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @kausikchak123
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL AUTHOR UPVOTE POST LINK
বাঙালির জুতোর প্রিয় সলিউশন - শ্রীলেদার্স। একটি প্রতিবেদন
প্রতিবাদী কবিতা 'শ্লোগান'। কলমের ক্ষমতা হোক প্রতিবাদের প্রথম আঁতুড়ঘর
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- কৌশিক চক্রবর্ত্তী। স্টিমিট আইডি - @kausikchak123। বাসস্থান- পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক।নিজেকে ভালোবাসেন অক্ষরকর্মী হিসেবে কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন৷ সে সাথে কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় উনার কবিতা ও প্রবন্ধ। উনার প্রকাশিত বই সাতটি৷স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ২০২৪ সালের মে মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স চার মাস।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!