পরনিন্দা একটি সামাজিক ব্যাধিsteemCreated with Sketch.

in bloggging •  6 years ago  (edited)

backbitting.jpg


source


পরনিন্দা একটি ভয়াবহ ব্যাধি। যে মানুষ এই ব্যাধিতে আক্রান্ত হয় সে তার সুবিবেচনা ও সুনীতি হারিয়ে ফেলে। জীবিত মানুষের গীবত করা যেমন হারাম, মৃত মানুষের গীবত করাও তেমন হারাম। শরিয়তের পরিভাষায় গীবত বলা হয় কারও অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ অন্যের কাছে বর্ণনা করা যা শুনলে সে কষ্ট পাবে।

gibot.jpg

source


ইসলামের দৃষ্টিতে গীবত করা ও শ্রবণ করা দুটিই সমান অপরাধ। পরনিন্দা থেকে বেঁচে থাকা খুব কঠিন কোনো কাজ নয়। এজন্য সবচেয়ে আগে দরকার নিজের জবানের হেফাজত করা।

পরনিন্দা থেকে দূরে থাকুন সুন্দর জীবন যাপন করুন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গীবত করা এই সমাজে এখন বেশ সম্মানজনক । পান খায় আহ কি যে গল্প ওমুকের মাইয়্যাডা ওমন আরেকজনে তাল মিলায় আসলে এমন মানুষকে আল্লাহ হেদায়েতদান করুক। (আমিন)

পরনিন্দা আমাদের এক প্রকার অভ্যাসে পরিনত হয়েছে। অনেকেরতো পেটের ভাতই হজম হয় না গীবত ছাড়া। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচার তৈাফিক দান করুক।

আমিন

এই সমাজের প্রধান সমস্যা এখন প্রধান সমস্যা।

জি ভাই আমরা নিজেরাও মনের অজান্তে এই কাজটি করে থাকি। আল্লাহ মাপ করুক।

din din asole vaoyaboho obostha dharon kortese ei bepar gulo.. Pap sorbotro soriye jacche druto gotite.. Allah amader hefazof korun.

তাই আগে আমাদের জবানের হেফাজত করতে হবে। তবেই এই নিন্দনীয় কাজ কমে আসবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক।

Allah amader Taufik dan korun ameen.

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।

You article has been selected to be presented in the Steemit Bangladesh curation competition!

many many thanks for selected my article.