বৈশাখ মানেই পান্তা আর ইলিশ মাছ

in boishak •  7 years ago 

বৈশাখ এর দিনে ঢাকা তে ১২০০ টাকা এক পিলেট পান্তা আর এক পিছ ইলিশ মাছ ভাজি । সত্যি অবাক করা কাণ্ড । অনেকে সখের জন্য এই গুলো খাই । কিন্তু গ্রামে এর তেমন মুল্ল নাই । কারন গ্রামের লোক এই গুলো প্রতিনিত খাই বললে চলে। ঢাকা তে আত পরিমান চাহিদা পান্তা সব রেস্তরেন্টে পান্তা ফুরাই গেছে । অনেক মানুষই পান্তা পাইনি। 

image source

এই বৈশাখ নিয়া অনেকেরি অনেক প্লান ছিল । কিন্তু  বৃষ্টির কারনে সব কিছু নষ্ট হইয়া গেছে। কিন্তু অনেকে অনেক পাপ কাজে জরাই যেত । সেই গুলো থেকে অনেকে মুক্তি মিলেছে। তার পর ও আল্লাহ যা করে ভালর জন্যই করে। জারা অনেক সাজু গুজু করেছিল কোন লাভ হয় নি সব  ব্রিথা গেছে। তবে আমার মতে ভাল হইচে। 


image source

গত কাল ঢাকা তে অনেক জ্যাম ছিল । কোথাও যাওয়ের উপাই ছিল না। ঢাকা তে জাইগার তুলনাই অনেক মানুষ বসবাশ করে। তবে গতকাল যারা গুরতে পারেনি আজ তারা গুরতে বের হবে। আজ ও রাস্তাই অনেক জ্যাম থাকবে। আজ সবাই গুরতে বের হন। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য। যদি আমার পোস্ট ভাল লাগে তাহলে কমেন্ট করে আমকে জানাবেন। সবাই সুস্ত থাকবেন ভাল থাকবেন । 
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has received a 29.08 % upvote from @booster thanks to: @smsulaiman.

Faster, Safer and Ad Free Web browser and better then Google Chrome

Created by:
Brendan Eich
Created JavaScript. Co-founded Mozilla and Firefox.

Download now:
https://www.brave.com/tan291