কয়েকটি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, স্বামী বনি কাপুর আর শ্রীদেবীর সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ২১০ কোটি রুপি। শ্রীদেবী নিজে যেমন তুমুল জনপ্রিয় অভিনেত্রী হিসেবে ভারতের চলচ্চিত্রে তিন দশক চুটিয়ে রাজত্ব করেছেন, তেমনই বনি কাপুর বলিউডের প্রখ্যাত প্রযোজক। দুজনের এই সম্পত্তি পাবেন তাদের দুই মেয়ে।
বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম আর কান্নাড়া ভাষার তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন শ্রীদেবী। যখন শ্রীদেবী ব্যস্ত নায়িকা ছিলেন, তখন তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। যখন বলিউডে নায়কদের আধিপত্য ছিল, তখন তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন। পর্দায় শ্রীদেবীর দ্যুতির কাছে ম্লান হয়েছেন অসংখ্য নায়ক।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীদেবীর মরদেহ কখন মুম্বাই আসবে, তা তার পরিবার থেকে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। ভারতের শিল্পপতি অনিল আম্বানির ১৩ আসনের ব্যক্তিগত জেট দুবাই বিমানবন্দরে রোববারই পৌঁছে গেছে। এই জেটেই মুম্বাই আনা হবে শ্রীদেবীর মরদেহ।
বনি কাপুরের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলছেন, শ্রীদেবীর মরদেহ আসতে সোমবার দুপুর গড়িয়ে যেতে পারে।
good.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit