সময় এখন বর্ষাকাল তুমি তো আমার চাইতে, সব কিছু ভালো মনে রাখে, কিন্তু এ বার্ষকালে তুমি আমায় কি ভুলেন গিয়েছে। নাকি অনন্য কাউকে পয়েছে যার জন্য আমার কাছে কোনো মিসকল নাই,এসএমএস দিয়ার সময় নাই, আমকে তোও বলতে পারো।
কতদিন তোমার সাথে বৃষ্টিতে ভিজলাম একি চাঁদের উপর, শুয়ে-বসে বৃষ্টিতে ভিজে লুড খেলার মজাটা আলাদা,কি যে আনন্দ লাগতে আকাশে মেঘ ডালে তুমি আমায় জড়িয়ে ধরে রাকতা,তুমি ভয় পাইতা বলতা,মিটমিট করে হাসতা,বান্ধবী দের কে বলতা জড়িযে ধরা মধে এতে মাজ। আগে বুঝতাম না,
তাই আমি দেখেছি, যে কোন কিছু হলে তুমি আমকে জড়িয়ে ধরতে আমরো ভালো লাগতে, আর মাঝে মাঝে বলতাম জড়িয়ে ধরে না কোন তাড়াতাড়ি ধরে। আল্লাহ কাছে দুয়া কদতাম কখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে তোও মজা আর মজা।