পানি খেয়ে মাত্রই বোতলটি রাখলেন। আর সাথে সাথে বোতলটি উধাও হয়ে গেল! কেমন হবে? অবিশ্বাস্য হলেও সত্য এমনই এক বোতল আবিষ্কার করেছেন অ্যারি জনসন নামের একজন শিক্ষার্থী। বোতলে সম্পূর্ণ পানি থাকা অবস্থায় বোতলটি তার নিজ আকৃতিতেই থাকবে। তবে পানি যতটা কমবে বোতলটিও ততটা ছোট হতে থাকবে। পানি শেষ হলে বোতলটি সম্পূর্ণ উধাও হয়ে যাবে। অ্যারি জনসন বলেছেন এটি আসলে লাল শৈবাল পাউডার এবং পানি মিশিয়ে বানানো হয়েছে। এটিতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই।
পানি শেষ তো বোতল উধাও!
2 years ago by storyhead (29)
$0.02
- Past Payouts $0.02
- - Author $0.02
- - Curators $0.00