২৭ জানুয়ারি ২০২৫ আমাদের পাঁচ বন্ধুর বিপিএল খেলা দেখতে যাওয়ার গল্প।।

in bpl •  9 days ago 

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

গতকাল আমাদের পাঁচ বন্ধুর এক অসাধারণ দিন কেটেছে। আমরা একসাথে গিয়েছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে। খেলার মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হলো, যেন আমরা এক অন্য জগতে এসে পড়েছি। স্টেডিয়ামের চারপাশে ছিল উচ্ছ্বাসে ভরা মানুষের ঢল।

IMG_20250127_174726.jpg

IMG20250127170540.jpg

যখন বিপিএল শুরু হয় তখন থেকে আমরা ঠিক করি সবাই মিলে একদিন খেলা দিতে যাব। ঢাকা পরপর সময়ে আমরা সবাই বাড়িতে ছিলাম ছুটিতে। ছুটি শেষে যখন ঢাকায় আসি তখন খেলা গুলো চলছিল সিলেট ও চট্টগ্রাম পর্ব। এতদূর গিয়ে খেলা দেখার সাধ্য আমাদের নাই। আর যেহেতু আমরা ঢাকাতে থাকি তাই ঢাকাতে খেলা দেখার আমাদের জন্য সুবিধা। তাই আমরা ঠিক করি ঢাকাতে খেলা আসলে আমরা খেলা দেখব, ঢাকাতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ২৬ তারিখে, কিন্তু অনেক চেষ্টার পরও সেদিনের টিকিট আমরা পাই না। তারপর আমরা ঠিক করে 27 তারিখে আমরা সবাই খেলা দেখতে যাব, এবং সে অনুযায়ী দুই দিন আগে আমরা টিকিট কেটে ফেলি। সকাল বেলা আমরা সবাই কলেজে যাই এবং সেখান থেকে কে কিভাবে একসাথে হব সেটা ঠিক করে ফেলি। খেলা শুরু হওয়ার ৫ মিনিট আগে আমরা সবাইকে স্টুডিয়ামের সামনে চলে আসি। এবং এখান থেকে আমরা একসাথে স্টেডিয়ামের ভিতর ঢুকি।

IMG20250127170615.jpg

স্টেডিয়ামে ঢুকতেই আমাদের চোখে পড়ল মাঠের বিশালতা এবং দর্শকদের করতালির ধ্বনি। স্টেডিয়ামের প্রতিটি কোণ যেন আনন্দে ফেটে পড়ছিল। আমরা আমাদের নির্ধারিত আসনে গিয়ে বসে খেলা শুরু হওয়ার অপেক্ষা করতে লাগলাম।

IMG20250127170620.jpg

ম্যাচটি ছিল অত্যন্ত রোমাঞ্চকর। খেলার প্রতিটি বলেই ছিল উত্তেজনা। কখনও দর্শকরা উল্লাসে চিৎকার করছিল, আবার কখনও টানটান উত্তেজনায় নিস্তব্ধ হয়ে গিয়েছিল পুরো মাঠ। আমাদের প্রিয় দল অসাধারণ খেলা প্রদর্শন করেছিল, এবং আমিও আব্দুল্লাহ শাহীন যে দল সাপোর্ট করছিলাম সে দলের হার হয়। ফাহিম তাহমিদ ও আসিফ আমাদের নিয়ে মজা করতে থাকে।
IMG_20250127_174718.jpg

ম্যাচ চলাকালীন আমরা পাঁচ বন্ধু একসাথে অনেক মজা করেছি। কখনও দলের সমর্থনে স্লোগান দিয়েছি, কখনও টুকটাক খাবার খেয়েছি। পুরো সময়টা ছিল আনন্দময় এবং স্মরণীয়।

IMG20250127174254.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
মিরপুর,ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় আমরা সবাই একসাথে বললাম, "এটা ছিল জীবনের অন্যতম সেরা দিন।" বিপিএল ম্যাচ দেখার অভিজ্ঞতা আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে।

এই দিনটি আমরা কোনো দিন ভুলব না। বন্ধুত্ব, ক্রিকেট, এবং স্টেডিয়ামের আনন্দ—সবকিছু মিলিয়ে এটি ছিল এক অসাধারণ দিন ছিল আমাদের জন্য।

ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!