ব্রাহ্মণবাড়িয়ায় পেয়ারা পাড়া নিয়ে বিবাদ নিয়ে প্রতিবেশীর বৈঠার আঘাতে বৃদ্ধ নিহত

in bramonbaria •  2 years ago 

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেয়ারা পাড়া নিয়ে তর্কবিতর্কের জেরে বৈঠার বাড়িতে আসাদ খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসাদ খান ওই এলাকার মৃত ইদন খানের ছেলে।

এই ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ শনিবার দুপুরে জানান, সকালে আসাদ খানের বাড়ির পেয়ারা গাছ থেকে প্রতিবেশী শাহীন পেয়ারা পাড়েন। এই নিয়ে আসাদ খানের নাতিন সাইফুল ইসলামের সাথে বাকবিতণ্ডা হয় শাহীনের। এ সময় আসাদ খান দুইজনকে যার যার ঘরে ফিরে যেতে বলেন। এই ঘটনার জেরে শাহীন ঘরে থাকা বৈঠা নিয়ে এসে আসাদ খানের বাড়িতে ঢুকে তার মাথায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পদ দেয়ার বিনিময়ে ফেনসিডিল কেনার টাকা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতার কল রেকর্ড ভাইরাল

ওসি আরও জানান, মরদেহটি ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রয়েছে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!