প্রতিদিনের মত আজকেও সকালে ঘুম থেকে উঠে প্রতিনিয়ত যে কাজগুলো করতাম সে গুলা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম।
অফিসে যাওয়ার আগে গাড়িতে বসে একটা ফটো নিলাম সূর্য যখন উঠতে ছিল তখন।গাড়ির স্টিয়ারিং এর মাঝখান দিয়ে সূর্য টা অনেক সুন্দর লাগলো তাই উঠালাম পিকটা।
গাড়ি স্টার্ট করে আমি অফিসের দিকে চলে গেলাম অফিসে গিয়ে দেখতে পাই এখনো অনেকেই অফিসে পৌঁছায়নি, আমি আমার অফিস রুমে গিয়ে বসি এবং তার কিছুক্ষণ পর পরই ম্যানেজার আসেন আমার কক্ষে।
ম্যানেজার এসে কিছু ফাইল দিয়ে যান এবং ওগুলা জলদি complete করে দেওয়ার জন্য বলে যান।আমি ও কাজটা করার জন্য তাড়াহুড়া শুরু করি,কাজটা জরুরি ছিলো তাই ম্যানেজার তারাতারি করতে বলছে।
কাজগুলো শেষ করতে করতে আমার দুই ঘণ্টা লেগে যায়। তারপর আমি ম্যানেজারকে এই ফাইলগুলো হ্যান্ডওভার করি, ম্যানেজার একটা ধন্যবাদ দিয়ে বলেন এখন আপনিযেতে পারেন।
অফিসের কাজ শেষ করে যখন লাঞ্চ করতে আসি তখন ক্যান্টিনে দেখি অনেক লোকজন একসাথে খাওয়া দাওয়া করতে আসছে যার কারণে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম।
পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখতে পাই কিছু লোক খাওয়া-দাওয়া শেষ করে চলে গেলেন তখন আমি ওখানে বসে লাঞ্চ করার জন্য।
দুপুরের খাবার শেষ করে আমি রুমে যাই রুমে গিয়ে আধা ঘন্টার মত আমি বিশ্রাম নেই বিশ্রাম শেষে আবার অফিসে যাই অফিসে গিয়ে কিছু কাজ বাকি থাকে ওইগুলো চারটার মধ্যে করে আপার রুমে ব্যাক করে।
রুমে আসার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশ রুমে গেলাম ভালোভাবে শাওয়ার নিলাম তারপর রুমে আসলাম রুমে এসে জামা কাপড় শুকানোর জন্য ছাদে যাই।
ছাদে গিয়ে দেখতে পাই একটা বিড়ালের বাচ্চা গাছের উপরে বসে আছে আমি তখন আবার রুমে গেলাম রুমে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম।
মোবাইলটা নিয়ে এসে ওই বিড়ালটার একটা ফটো উঠালাম দেখতে খুব সুন্দর লাগছিল বিড়ালটাকে গাছের উপরে।
কাপড় শুকাতে দিয়ে আমি চলে আসলাম রুমে আবার এসে কম্পিউটার ওপেন করে গান শুনতে লাগালাম।
হঠাৎ মনে হল কফি খাওয়ার দরকার, তৎক্ষণাৎ কফি বানালাম খাওয়ার জন্য এদিকে কম্পিউটারে গান শুনতে ছিলাম আর কফি খাইতে ছিলাম।
যখন কফি খানা শেষ হলো তখন একটা মুভি চালালাম কম্পিউটারে এবং সেটা দেখতে দেখতে দেখি রাতের খাবারের সময় হয়ে গেছে পরে রাতের খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে চলে গেলাম খাওয়া-দাওয়া শেষে রুমে চলে আসলাম এসে কিছুক্ষণ গান শুনে এরপরে কম্পিউটার অফ করে শুয়ে গেলাম এটাই ছিল আজকের দিনের ডাইরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit