আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ,
দিন দিন তাপমাত্রা অনেক বেশি পড়তেছে। এই তীব্র তাপমাত্রায় আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবো। বেশি বেশি করে পানি পান করব। ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, এই তীব্র তাপমাত্রা ও গরমে কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।
মালের আমদানি বেশি হওয়াতে প্রায় প্রত্যেক দিনই গাড়ি লোড দিচ্ছি।আজকেও আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক গাড়ি মাল লোড হচ্ছে। আজকে যে মালগুলো লোড হচ্ছে সেটা হচ্ছে পুরাতন টিন। রড কারখানায় শক্ত মাল গলানোর জন্য এই টিনগুলো ব্যবহার করা হয়। নতুন মাল তৈরি করার জন্য যখন মাল গলানো হয় তখন শক্ত মাল ভালো হবে গলানোর জন্য এই নরম টিনগুলো ব্যবহার করা হয়। এই টিন ব্যবহার করলে খুব সহজেই শক্ত মালগুলো ভালোভাবে গলানো যায়। এইজন্য এই টিনের ও খুব চাহিদা আছে।
এই মাল আমি স্থানীয় বাজারগুলো থেকে সংগ্রহ করি। আমার কারখানায় এই মালগুলো তারা এসে দিয়ে যায়। আমার কারখানায় হাইড্রোলিক প্রেস মেশিন আছে।এই মেশিনের মাধ্যমে আমি মালগুলো প্রসেসিং করে ঢাকায় রড মিলে পাঠাই।
আজকে এখানে মোট ছয় জন লেবার আছে। তারা এই মালগুলো হাইড্রোলিক প্রেস মেশিন দিয়ে চেপে সম্পন্ন গাড়ি লোড করে দিবে।
তাদের সাথে আমার চুক্তি ৯ হাজার টাকা। খাওয়া-দাওয়ার সম্পূর্ণ তাদের খরচের মধ্যে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজটি করবে। তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এই গাড়িটা লোড করে দিবে। তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমার এই গাড়িটা লোড হচ্ছে। তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গাড়িটা সম্পূর্ণ লোড হয়ে গেলে দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে ঢাকায় রড মিলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।আজকের এই মালটি যাবে মুনতাহা স্টিল মিলে।এই স্টিল মিলটি নয়াপুর,সোনারগাঁও,নারায়ণগঞ্জে অবস্থিত।
আজকে গাড়িটি চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে আছে কিশোর কুমার হাওলাদার।এই গাড়ির জগতে তার ৩০ বছরে বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১০ সাল থেকে এখন পর্যন্ত আমাদের এই গাড়িটি চালিয়ে যাচ্ছে। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট ১৪-৭৪১২ এই গাড়ির মধ্যে ১৫৪৪০ কেজি মাল আছে। প্রতি কেজি মালের আজকের মিল রেট ৪৮ টাকা ৭৫ পয়সা।
প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহাফেজ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit