অস্কার! বিনোদন জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই অস্কার। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ঘোষণা করা হয় এর মনোনীত সিনেমা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ছাড়াও অন্যান্য কলাকুশলীদের তালিকা। তারপর সবাইকে প্রায় মাসব্যাপী সাসপেন্সের মধ্যে রেখে প্রকাশ করা হয় বিজয়ীদের নাম।
বছর ঘুরতে না ঘুরতে আবারো অস্কারের মেলা বসেছে হলিউডে। আজকে ঘোষণা হয়ে গেল ৯০তম অস্কারের মনোনীতদের তালিকা। আসুন তাতে চোখ বুলিয়ে নেয়া যাক।
সেরা চলচ্চিত্রের মনোনয়ন তালিকায় রয়েছে
কল মি বাই ইয়োর নেম
ডার্কেস্ট আওয়ার
ডানকার্ক
গেট আউট
লেডি বার্ড
ফ্যান্টম থ্রেড
দ্য পোস্ট
দ্য শেইপ অব ওয়াটার
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
সেরা পরিচালকের তালিকায় রয়েছেন
ক্রিস্টোফার নোলান (ডানকার্ক)
জর্ডান পেলে (গেট আউট)
গ্রিটা গারভিগ (লেডি বার্ড)
পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড)
গিয়ের্মো দেল তরো (দ্য শেপ অফ ওয়াটার)
সেরা অভিনেতার তালিকায় রয়েছেন
টিমথি শ্যালাহমে (কল মি বাই ইয়োর নেম)
ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড)
ড্যানিয়েল কলুইয়া (গেট আউট)
গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
ডেঞ্জেল ওয়াশিংটন (রোমান জে. ইসরায়েল এস্কোয়ার)
সেরা অভিনেত্রীর তালিকায় রয়েছেন
স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার)
ফ্রাঞ্চেস ম্যাকডরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
মার্গট রবি (আই, টনিয়া)
সুরশা রোনান (লেডি বার্ড)
মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট)
সেরা সহকারি অভিনেত্রীর তালিকায় রয়েছেন
ম্যারি জে. ব্লিজ (মাডবাউন্ড)
অ্যালিসন জেনি (আই, টনিয়া)
লরি মেটকাফ (লেডি বার্ড)
লেসলি ম্যানভিল (ফ্যান্টম থ্রেড)
অক্টাভিয়া স্পেনসার (দ্য শেইপ অব ওয়াটার)
সেরা সহকারী অভিনেতার তালিকায় রয়েছেন
উইলিয়াম ডেফো (দ্য ফ্লোরিডা প্রজেক্ট)
উডি হ্যারেলসন (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
রিচার্ড জেনকিন্স (দ্য শেপ অব ওয়াটার)
ক্রিস্টোফার প্লামার (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড )
স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
সেরা অভিযোজিত চিত্রনাট্যের তালিকায় রয়েছে
কল মি বাই ইউর নেম
দ্য ডিজাস্টার আর্টিস্ট
লোগান
মলি’স গেইম
মাডবাউন্ড
সেরা মৌলিক চিত্রনাট্যের তালিকায় রয়েছে
দ্য বিগ সিক
গেট আউট
লেডিবার্ড
দ্য শেপ অব ওয়াটার
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি
সেরা অ্যানিমেটেড ফিচার সিনেমার তালিকায় রয়েছে
দ্য বস বেবি
দ্য ব্রেডউইনার
কোকো
ফার্দিনান্দ
লাভিং ভিনসেন্ট
সেরা বিদেশী সিনেমার তালিকায় রয়েছে
অ্যা ফ্যান্টাসটিক ওম্যান (চিলি)
দ্য ইনসাল্ট (লেবানন)
লাভলেস (রাশিয়া)
বডি এন্ড সৌল (হাঙ্গেরি)
দ্য স্কোয়ার (সুইডেন)
সেরা ডকুমেন্টারি ফিচার সিনেমার তালিকায় রয়েছে
অ্যাবাকাস: স্মল এনাফ টু জেল
ফেসেস/প্লেসের
আইকারাস
লাস্ট মেন ইন অ্যালেপ্পো
স্ট্রং আইল্যান্ড
সিনেমাটোগ্রাফির জন্য মনোনীত হয়েছেন
রজার এ. ডিকিন্স (ব্লেড রানার: ২০৪৯)
ব্রুনো ডেলবনেল (ডার্কেস্ট আওয়ার)
হইট ফন হাইটেমা (ডানকার্ক)
র্যাচেল মরিসন (মাডবাউন্ড)
ডন লস্টসেন (দ্য শেপ অব ওয়াটার)
ফিল্ম এডিটিং এর জন্য মনোনীত হয়েছেন
পল ম্যাকলিশ এবং জনাথন অ্যামোস (বেবি ড্রাইভার)
লি স্মিথ (ডানকার্ক)
টাটিয়ান এস. রিগ্যাল (আই, টনিয়া)
সিডনি অলিনস্কি (দ্য শেপ অব ওয়াটার)
জন গ্রেগরি (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
মৌলিক আবহ সঙ্গীতের জন্যে মনোনীত হয়েছেন
হ্যান্স জিমার (ডানকার্ক)
জনি গ্রিনউড (ফ্যান্টম থ্রেড)
আলেক্সান্দ্রে ডেসপ্ল্যাট (দ্য শেপ অব ওয়াটার)
জন উইলিয়ামস (দ্য লাস্ট জেডাই)
কার্টার বুরওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
ভিজুয়াল ইফেক্টের জন্যে মনোনীত হয়েছেন
ব্লেড রানার (জন নেলসন, গার্ড নেফজার ল্যাম্বার্ট এবং রিচার্ড আর. হুভার)
গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভল. ২ (ক্রিস্টোফার টাউন্সেন্ড, গাই উইলিয়ামস এবং ড্যান সাডিক)
কং: স্কাল আইল্যান্ড (স্টিফেন রোজেনবাম, জেফ হোয়াইট, স্কট বেঞ্জা এবং মাইক মিনারদাস)
স্টার ওয়ার্স দ্য লাস্ট জেডাই (বেন মরিস, মাইক মুলহল্যান্ড, নীল স্ক্যানল্যান, ক্রিস কর্বাল্ড)
ওয়ার অব দ্য প্লানেট অব দ্য এপস (জো লেটারি, ড্যানিয়েল ব্যারেট, ড্যান লেমন এবং জোয়েল হুইস্ট)
সেরা অ্যানিমেটেড শর্ট সিনেমার তালিকায় রয়েছে
ডিয়ার বাস্কেটবল
গার্ডেন পার্টি
ল্যু
নেগেটিভ স্পেস
রিভলভিং রাইম
সেরা লাইভ অ্যাকশন শর্ট সিনেমার তালিকায় রয়েছে
ডিক্লাব এলিমেন্টারি
দ্য ইলেভেন ও’ক্লক
মাই নেফিউ এমেট
দ্য সাইলেন্ট চাইল্ড
ওয়াটু ওট: অল অফ আস
সেরা শর্ট ডকুমেন্টারি সিনেমার তালিকায় রয়েছে
এদিথ এন্ড এডি
হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫
হিরোয়িন (ই)
নাইফ স্কিলস
ট্র্যাফিক স্টপ
এবারের অস্কারে সবচেয়ে বেশী মনোয়ন পেয়েছে গিয়ের্মো দেল তরোর দ্য শেপ অব ওয়াটার সিনেমাটি, সর্বমোট ১৩টি। অন্যদিকে ক্রিস্টোফার নোলানের ডানকার্ক পেয়েছে ৮টি ক্যাটাগরিতে এবং থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি মনোনয়ন পেয়েছে সাতটি ক্যাটাগরিতে।