মানিক সরকারকে বাংলাদেশে আশ্রয় নিতে বলল বিজেপি!

in busy •  7 years ago 

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বাংলাদেশে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন।

আগে কংগ্রেসের রাজনীতি করলেও বর্তমানে হেমন্তকে ভারতের ক্ষমতাসীন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম কৌশলবিদ হিসেবে বিবেচনা করা হয়।

রাজ্যের ক্ষমতায় বিজেপি যাচ্ছে নিশ্চিত হওয়ার পর হেমন্ত বিশ্ব শর্মা বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকারকে উদ্দেশ করে বলেন, ‘তিনি পশ্চিমবঙ্গে চলে যেতে পারেন। অথবা দক্ষিণের কেরালায় চলে যেতে পারেন।এমনকি তিনি প্রতিবেশী বাংলাদেশেও আশ্রয় নিতে পারেন।’

এর আগেও তিনি মানিক সরকার ও বামফ্রন্টকে লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। সর্বশেষ মানিক সরকারের নির্বাচনী এলাকা ধানপুরের এক জনসভায়ও উস্কানিমূলক বক্তব্য দেন হেমন্ত।

ত্রিপুরার সঙ্গে লাগোয়া বাংলাদেশ সীমান্তে মানিক সরকারের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সীমান্ত অপরাধ বেড়ে গিয়েছিল বলেও অভিযোগ করেন এই বিজেপি নেতা।

এদিকে নির্বাচনে বিজেপির এগিয়ে থাকার খবরে শনিবার আগরতলার রাস্তায় আনন্দ মিছিল করছে দলটির নেতাকর্মীরা। রাজ্যের বিজেপি প্রধান বিপ্লব কুমার দেবকে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী বলে ভাবা হচ্ছে।

ত্রিপুরায় চলমান নির্বাচনে শনিবার ভোট গণনা শুরুর পর এগিয়ে থাকা বিজেপি জনগণ পরিবর্তনের জন্য এ ঐতিহাসিক রায় দিয়েছে বলে মন্তব্য করেছে দলটির নেতারা। এ নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ত্রিপুরায় ‘চল পাল্টাই’ বলে একটি স্লোগান নিয়ে প্রচারণা চালিয়েছিল। বিজেপি বলছে, জনগণ তাদের সেই স্লোগানকেই গ্রহণ করেছে।

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধান সভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি আসনে বাম দলের প্রার্থীর মৃত্যুর হলে সেখানে নির্বাচন স্থগিত করা হয়। ৫৯ আসনের মধ্যে বিজেপি ৩৪ পি আসন পেয়েছে। এছাড়া তাদের অপর শরিক দল ত্রিপুরায় আঞ্চলিক মিত্র ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) পেয়েছে সাত আসন।

অন্যদিকে ১৮টি আসন পেয়েছে বর্তমানে ক্ষমতায় থাকা মানিক সরকারের নেতৃত্বাধীন বামজোট। রাজ্যটিতে সরকার গঠন করতে হলে যেকোনো দলকে অন্তত ৩১টি আসনে জয়লাভ করতে হয়।

(ঢাকাটাইমস/০৩মার্চ/ডিএম/জেবি)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has received a 0.36 % upvote from @speedvoter thanks to: @marylee2480.

This post has received a 0.31 % upvote from @drotto thanks to: @marylee2480.

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (04/03/2018) link