রেস্টুরেন্ট : গেম অন স্পোর্টস ক্যাফে
ধানমন্ডি কে বি স্কয়ার
গেম অনে গেলে পিজ্জা পাস্তা খাই, এবার গিয়ে নতুন কিছু ট্রাই করলাম। এটা ছিল চিকেন সাবমেরিন। সাথে ছিল কোলস্ল আর ফ্রেঞ্চ ফ্রাইজ। কোলস্ল মোটামুটি আর ফ্রাইজ অনেক মজা ছিল। আর সাবমেরিন আমার কাছে খুব ই টেস্টি লেগেছে। কোন এক্সট্রা ওয়েল বা চিজ না থাকায় স্ন্যাকস হিসেবে পারফেক্ট খাবার মনে হয়েছে। চিকেন গুলো হালকা স্পাইসি থাকায় স্পাইস লাভারদের জন্য মাস্ট ট্রাই আইটেম।
ফুড: রন'স চিকেন সাবমেরিন উইথ কোলস্ল এন্ড ফ্রেঞ্চ ফ্রাইজ
দাম: ২২০+ ভ্যাট
টেস্ট: ৯.৫/১০
সার্ভিস: ৮.৫/১০