বেইজিংয়ে গাড়ির রাজ্য

in car •  7 years ago 


চীনের বেইজিংয়ে বসেছে বিশ্বের নামীদামি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গাড়ির পসরা। বেইজিং অটো শোতে প্রদর্শিত হচ্ছে হাইব্রিড কাইনেটিক গ্রুপের ‘এইচকে জিটি’ গাড়ি। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


চীনের নিও এনেছে ‘নিও ইপি নাইন’। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


বিশ্বখ্যাত গ্রেট ওয়াল কোম্পানি মেলায় এনেছে তাদের নতুন কনসেপ্ট গাড়ি ‘ওয়েই এক্স’। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


কিয়ানটু মোটরস এনেছে ‘কিয়ানটু কে৫০’। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


চীনের অন্যতম প্রধান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এফডব্লিউ গ্রুপ এনেছে ‘হোংচি’ ব্র্যান্ডের নতুন কনসেপ্ট কার। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


প্রদর্শিত হচ্ছে ‘জিএসি এনভার্জ’। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


‘ভক্সওয়াগন আইডি’ গাড়ির সামনে কোম্পানির কর্মকর্তারা। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


ইনফিনিটির ‘কিউ ইনসপিরেশন’-এর ছবি তুলছেন এক দর্শনার্থী। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


টয়োটা এনেছে ‘টয়োটা ইজোয়া’। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।


প্রদর্শিত হচ্ছে নিশানের সিলফি বৈদ্যুতিক গাড়ি। বেইজিং, চীন, ২৫ এপ্রিল।

Photo Credit: রয়টার্স

News Credit: http://www.prothomalo.com/international/gallery/1477671/%E0%A6%AC%E0%A7%87%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wow ki gari ekekta anse.

HA vai kaw to vote day na vai