চাকরিতে প্রমোশনের চিন্তা আর নয়
আমরা সকলেই চাই আমাদের চাকুরি জীবনে দ্রুত প্রমোশন পেতে। কিন্তু দ্রুত প্রমোশন পাওয়াটা সহজ নয়।এর জন্যে সঠিক উপায়ে চাকুরি করতে হয়।আমরা যদি আমাদের কর্মজীবনে কিছু পন্থা অবলম্বন করি তাহলে আমরা সহজেই প্রমোশন পেয়ে যেতে পারি।আপনি যদি দ্রুত প্রমোশন পেতে চান তাহলে এই টিপস গুলো আপনার জন্য।
ইমিডিয়েট বসের কাজ কে সহজ করে তুলুনঃ
আমরা অনেকেই মনে করি যে সবসময় বড় বড় বসদের সাথে সুসম্পর্ক বজায় থাকলেই বোধ হয় তাড়াতাড়ি প্রমোশন হবে।কিন্তু এটা ঠিক না বরং আপনি আপনার ইমিডিয়েট বসের কাজ সহজ করে দিন। বস যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করুন। বসকে সাহায্য করুন।বসের সাথে চাটুকারিতা না করাই শ্রেয়।
সময়ের কাজ সময়েই শেষ করুনঃ
নিজের কাজ গুলো সময়ের মধ্যেয় শেষ করুন।একটা কথা মনে রাখবেন কর্পোরেটে টাইম ম্যানেজমেন্ট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ।আপনি যদি আপনার কাজ টাইমলি করতে পারেন তাহলে দেখবেন আপনাকে সবাই খুব পছন্দ করছে।
কোম্পানির নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকঃ
সবসময় কোম্পানির রুলস গুলো ফলো করো ।ঠিক সময়ের ভিতর অফিস যাওয়ার চেষ্টা কর।কেননা যেসকল এমপ্লয়ী দেরিতে অফিসে প্রবেশ করে আর সবার আগে চলে যায় তাদের কে কেউ পছন্দ করে না।তুমি যদি ভাল কাজও কর তারপরেও তুমি যদি কোম্পানির রুলস গুলো ঠিকঠাক ভাবে না পালন করো তাহলে তোমাকে কেউ পছন্দ করবে না।
অন্যদের থেকে নিজেকে একটু আলাদা ভাবে উপস্থাপন করুনঃ
আপনি যে অন্যদের থেকে আলাদা,আপনি যে অন্য সবার থেকে প্রমোশন টার আপনি বেশি দাবিদার তা আপনার কাজের মাধ্যমে ফুটিয়ে তুলুন।নিজেকে অন্যদের থেকে এক্সসেফশোনাল উপস্থাপঙ্করুন।
Very good
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
good tips
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit