এ কুকুর বাচ্চাটা আমার না বেয়ারিশ। কোথায় থেকে যেন এসেছে আমরা জানতাম না। আর বিড়ালের বাচ্চাটা আমার পিউ।
তিনদিন আগে হঠাৎ দেখি ওরা দুইজন খেলা করতেছে। দেখে খুব ভালোই লাগালো ছবি তুলেছিলাম। আর আজ জানতে পেলাম কুকুরের বাচ্চাটা নাকি মারা গেছে...😔
আমাদের বাসা থেকে পাসের বাড়ির কিছু ছেলে নাকি কুকুরের বাচ্চাটাকে গলায় দড়ি বেঁধে নিয়ে যায়। তার পর নাকি ওরে অনেক মারধর করে যার কারনে বাচ্চাটা মারা যায়।😥
আজ রিকসা করে বাজারে যাওয়ার সময় এটা জানতে পেলাম রিকসাওয়ালা মামার কাছে। কুকুরটা নাকি ওনার ছিলো খুব ভালোবাসতো ওরে। লোকটা এমন করে বল্লো শুনে খুব খারাপ লাগলো.😢
আর আজ বাসায় এসে দেখি আমার পিউর এক পা খোঁড়া করে হাঁটে। মাকে বললাম কি হয়েছে ওর? মা বল্লো পাসের বাসায় গেছে ওরা নাকি এমন করেছে... 😭
পৃথিবীর কিছু মানুষ এই বোবা প্রাণীদের চেয়েও খারাপ।