এবার আয় করুন সেন্টাস এর সাথে। থাকছে পেমেন্ট প্রুভ

in centus •  4 years ago 

Centus এর অনলাইন ইনকাম প্ল্যাটফর্মটি আপনার এতোদিন দেখে আসা যেনোতেনো টিপিক্যাল সাইটগুলোর মতো না। বাংলাদেশের বা স্ক্যাম ফালতু সাইট না এটা যে আজ আছে কাল নাই! এমন না এড দেখে ইনকাম বা ডেইলি ইনকাম। আর ডেইলি পেমেন্ট করে কি না, বা কত হলে উথড্র এমন কোনো সিস্টেমও না এটা। আমি বলেই নিয়েছি এটি সচরাচর দেখা যাওয়া ইনকাম সাইট না। আর হ্যাঁ, ডেইলি ইনকাম কত এটা আপনার কাজের উপর নির্ভর করে। আপনি যতটা পারদর্শী হয়ে উঠবেন কাজ করতে করতে করতে আপনার ইনকাম তত বাড়তে থাকবে। প্রথমেই বলে রাখি আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে আপনার ধৈর্য থাকতে হবে, অনেক বেশি ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আর পড়বেন না দয়া করে।
আমি নিজেই প্রায় ১ মাসে তেমন কোনো ইনকাম করতে পারি নাই। কিন্তু ১ মাসে অনেক কিছু শিখেছি জেনেছি এবং এখন তাই ইনকামও হচ্ছে। আপনারা যারা জয়েন করবেন তারা যাতে তাড়াতাড়ি সব বুঝে নিতে পারেন সেজন্য আই আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপ্লোড করেছি, টেলিগ্রামে আমার রেফারদের জন্য গ্রুপ খুলেছি। আর বাংলাদেশের ২০০০ এর বেশি মেম্বার নিয়ে আরেকটা গ্রুপ আছে। আরেকটা গ্রুপ হচ্ছে ইন্টারন্যাশনাল। যেখানে প্রায় ৩৩,০০০ এর বেশি মেম্বার।
আচ্ছা এখন কাজ কি? কাজ মূলত বিভিন্ন ধরনের আছে। একদম শুরু থেকে যদি বলি তাহলে হচ্ছে আপনি centus সাইটে একাউন্ট করবেন। আর Lobstr wallet এ একাউন্ট করবেন কারণ এখানেই আপনি আপনার পেমেন্ট পাবেন। একাউন্ট করার লিংকঃ
Website Link: https://centus.one/join/?partner=shadmanrahman
Lobstr Wallet Link: https://play.google.com/store/apps/details?id=com.lobstr.client
সঠিক নিয়মে একাউন্ট করতে হবে। কোথাও ভুল হলে পেমেন্ট পাবেন না। সঠিক নিয়মে একাউন্ট করার জন্য অবশ্যই নিচের ভিডিওটির সাহায্য নিতে হবেঃ


সব ঠিকভাবে করা হয়ে গেলে এরপর আপনার মূলত কাজ Centus সাইটে প্রতিদিন ১ মিনিট অনলাইন থাকা। আপনি সাইটে গিয়ে কয়েকবার রিলোড দিলেই আপনার নামের ওখানে অনলাইন দেখাবে। এতটুকু করার জন্য আপনি প্রতি সপ্তাহের মঙ্গলবার আর শুক্রবার ১০০ করে মোট চারবার বোনাস পাবেন। আপনি প্রোফাইল আপডেট করার সময় আপনার stellar address দিবেন ঠিকমত এবং অটোমেটিক আপনার ওয়ালেট এ পেমেন্ট চলে আসবে। উইথড্র কত এই চিন্তা যেমন নেই, তেমনি উইথড্র করার ঝামেলাও নেই। ১০০ বোনাস টোকেনের মূল্য ১০০ সেন্টাস বা ১ ডলার। তো চারবারে আপনি চার ডলার পাবেন শুধু ১ মিনিট প্রতিদিন সময় দেয়ার জন্য। এরপর আসি রেফার করলে কি হবে। আপনার রেফার লিংক দিয়ে প্রতিটি এক্টিভ রেফারের জন্য পাবে ঠিক একই ভাবে চার বারে ৫০ বোনাস করে মোট ২০০ বোনাস যার মূল্য হবে ২০০ সেন্টাস বা ২ ডলার। এই সেন্টাস আপনি সেন্টাস এর এক্সচেঞ্জ সাইটে বোনাস এক্সচেঞ্জ করে নিতে পারবেন।
এক্সচেঞ্জ সাইটঃ https://centus.site
কিভাবে এক্সচেঞ্জ করবেন তার ভিডিওঃ

এখন কতদিন পর এক্সচেঞ্জ করবেন? যেদিন বোনাস রিসিভ করবেন সেটা আপনার Lobstr wallet এ একমাস রাখার পর এক্সচেঞ্জ করতে হবে, এখন একদিনে যতই বোনাস পাবেন ততই একমাস পর এক্সচেঞ্জ করে সেন্টাস এ নিতে পারবেন, আগেই বলেছি ধৈর্য থাকতে হবে। খরগোশের মত না হয়ে কচ্ছপের রাস্তা যদি বেছে নেন তাহলে দেখবেন একসময় আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। যাই হোক এই শেষ না। রেফার সিস্টেম ছাড়া আরো ইনকাম আছে এখানে। আমার এসব নিয়েও ডিটেইলস ভিডিও আছে। আপনাদের হেল্প করার জন্য প্রায় সব ভিডিও তৈরি করা আছে, xlm ও পাবেন আমার কাছে, যেকোনো সময় কিনতে পারবেন।
ফেসবুক এবং বিভিন্ন সোস্যাল মিডিয়াতে লাইক, কমেন্ট শেয়ার করে কিভাবে বোনাস আরো বেশি নিতে পারবেন সেটা পুরো জানার জন্য নিচের ভিডিও দেখুনঃ

শুধু তাই না, আপনি যত সেন্টাস আপনার ওয়ালেটে রেখে দিবেন তত প্রফিট পাবেন, যত রাখবেন প্রতি সপ্তাহে মঙ্গলবার তার ২.৫% প্রফিট পাবেন, আর বৃহস্পতিবারে যা রাখবেন শুক্রবার তার ২.৫% প্রফিট পাবেন। এভাবে চলতে থাকবে। ৫০ ডলারের মতো সেন্টাস যদি রেখে দেন Lobstr wallet এ তাহলে ঘুমিয়ে থাকলেও আপনার মাসে ১২ ডলারের বেশি প্রফিট আসবে।
এরপরও যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখুন। এবং Centus White Paper পুরোটা পড়ে দেখুন।
Centus White Paper: https://centus.one/centus-white-paper/

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!