ছোটবেলায় উল্টো চিঠি লিখে প্রেম করতাম..............
source
আমাদের গ্রাম থেকে একটু দূরে বাজারে একটা কেজি স্কুল ছিল সেখানে আমরা ক্লাস
ওয়ান থেকে 5 পর্যন্ত পড় পড়ছি-যখন আমরা ক্লাস ফাইভ এ পড়ি তখন শুধু প্রাইমারি
স্কুলে ফ্রী বই দিত কেজি স্কুলে দিত না-তাই আমরা প্রাইমারি স্কুলে ভর্তি হয় এবং কেজি
স্কুলেও পড়তে শুরু করি। কেজি স্কুলের সময় ছিল সকাল 7:30 থেকে দশটা পর্যন্ত আর
প্রাইমারি স্কুলের সময় ছিল 11 টা থেকে বিকাল চারটা পর্যন্ত ।প্রাইমারি স্কুলে ভর্তি
হওয়ার পর জীবনটা অনেক স্মৃতিতে ভরে গেল ।প্রাইমারি স্কুলে কিছু মেয়ে এবং কিছু
ছেলে নিয়ে আমাদের ক্লাস 5 শুরু হতে লাগলো । সেখানে ভর্তি হয়ে আনন্দ সাগরে যেন
ডুবে গেলাম এত আনন্দ মজা পেতেলাগলাম যে স্কুল ছাড়া আর কিছু ভালো লাগে না
তাই প্রতিদিন স্কুলে যাওয়া শুরু করলাম ।আমাদের ক্লাসে একটি সুন্দর মেয়ে ছিল তার
রোল নাম্বার ছিল 1 । আমার তাকে ভালো লাগতে শুরু করলো । তখন শুধু আমরা
বুঝি প্রেম বলে কিছু আছে । তাই আমরা একে অপরে এর দিকে তাকিয়ে থাকতাম
।অবশেষে আমাদের দুইজনের মতের বিনিময়ে শুরু হয়ে গেল প্রেম ভালোবাসা ।
আমরা একে অপরকে চিঠি দিতে লাগলাম ।চিঠির ভাষা ছিল বাংলা আমরা বাংলা
ভাষাকে উল্টো করে চিঠি লিখতাম এবং চিঠি যখন পড়তাম তখন উল্টা পিস্টা দিয়ে
পড়তাম । অনেক আনন্দে দিন কাটতো-একদিন সে স্কুলে আসেনি তাই আমার স্কুলে
কোন ভাবে মন টিকছিলো না তাই আমি স্কুল পালিয়ে চলে আসি । সে আমাকে ছাড়া
থাকতে পারত না আমি তাকে ছাড়া থাকতে পারতাম না । অবশেষে আমাদের
সমাপনী পরীক্ষার সময় হয়ে গেল । প্রথম পরীক্ষা দুজনেই ভালো মত দিলাম-দ্বিতীয়
দিন ঘটল এক অদ্ভুত কাহিনী-আমি একটা মেয়ের দেখে তাকাই ছিলাম এবং একটু
কথা বলছিলাম তাই সে অনেক রাগ করে পরীক্ষার হলে কান্না কাটি শুরু করে দেয়
এবং সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে পরীক্ষা দিবে না আমি পরে গেলাম 1 মহা
বিপদে বন্ধু বন্ধুরা সবাই আমাকে দোষারোপ শুরু করতে লাগলো ।সে কারো কথায়
শুনছে না শুধু কান্না করছে অবশেষে আমাদের ক্লাস ম্যাডামের কানে পৌঁছে গেল এই
বিষয় ম্যাডাম আমাকে ডেকে পাঠালো-ম্যাডাম আমাকে তাকে বোঝাতে বলল এবং
আমি তার কাছে গেলাম সবার সামনে সে আমাকে জড়িয়ে ধরলো এবং বলল তুমি
এটা কেমন করে করলা আমি বললাম আমি কিছু তো করি নাই শুধু তার সাথে একটু
কথা বলছি সে আমাকে জিজ্ঞেস করেছিল আপনার বাড়ি কোথায় এবং আমি তাকে
আমার ঠিকানা বলেছি আত্ম কিছু বলি নাই তাই সে আমাকে আমার মাথার উপর হাত
নিয়ে কসম কাটতে বলল আমি বললাম আমি শুধু তোমাকেই ভালবাসি এবং তার
চোখের জল মুছে দিতে লাগলাম ।
source
তারপর সে পরীক্ষা দিল ।এতো ভালো বাস তো
আমাকে আমি বিশ্বাস করতে পারতাম না ।বর্তমান অবস্থা-এখন আমি অনার্স
ফাইনাল ইয়ার আছি আর সে 1 বছর গ্যাপ দিয়ে থার্ড ইয়ার ।হায়রে মেয়ে মানুষ
স্বার্থপর তোরা-আমাকে ভালবাসবে তো দূরের কথা আমার ছায়া ও দেখতে পারে না
আপনারা হয়তো ভাববেন আমার কোন দোষ রয়েছে না আমি এখনো তাকে আগের
মতই ভালোবাসি কিন্তু তারমধ্যে অনেক পরিবর্তন দেখা যায় সে খোঁজে শুধু টাকা
পয়সা আর সরকারি চাকরিজিবি ।তাই মেয়েদের কে আমি অনেক ঘৃণা করি ।
..........Love is Blind...............................ভালবাসা অন্ধ.......................
@mdrakib035, I gave you a vote!
If you follow me, I will also follow you in return!
Enjoy some !popcorn courtesy of @nextgencrypto!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations @mdrakib035! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Award for the number of upvotes
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last post from @steemitboard:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit