শীঘ্রই ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্রের পাল্লায় আসতে চলেছে গোটা চিন

in china •  7 years ago  (edited)

Agni-5-580x395.jpgখুব শীঘ্রই ভারতের পরমাণু অস্ত্রের নিশানায় চলে আসতে চলেছে গোটা চিন।

বৃহস্পতিবার, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ৫ হাজার কিলোমিটার পাল্লার ভূমি থেকে ভূমি ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। প্রসঙ্গত, গতকালের পরীক্ষা ছিল ক্ষেপণাস্ত্রের প্রথম ‘প্রি-ইনডাকশন ট্রায়াল’। অর্থাৎ, সক্ষমতার বিচারে মিসাইলটি উতরে যাওয়ার পর সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত প্রক্রিয়ার অঙ্গ এই উৎক্ষেপণ করা হয়।

ভারতীয় সেনা সূত্রে খবর, পাঁচ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির নিশানার মধ্যে প্রায় সমগ্র এশিয়া চলে আসবে। ফলে, বলাই বাহুল্য, গোটা চিন ক্ষেপণাস্ত্রের পাল্লায় চলে আসবে। জানা গিয়েছে, ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রকে অন্তর্ভুক্ত করতে ইতিমধ্যেই একটি পৃথক রেজিমেন্ট গঠন করেছে তিন বাহিনীর সমন্বয়ে তৈরি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।

সেনা সূত্রে খবর, চলতি বছরই আরও একটি ‘প্রি-ইনডাকশন ট্রায়াল’ পরীক্ষা করা হবে। তারপরই, সামরিক অস্ত্রভাণ্ডারে জায়গা করে নেবে ‘অগ্নি-৫’। আর তেমনটা হলে, ইন্টার-কন্টিনেন্টার ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) বা আন্তঃমহাদেশ ক্ষেপণাস্ত্র থাকা বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় ঢুকে পড়বে ভারতও। আপাতত, এই সুপার-এক্সক্লুসিভ ক্লাবের সদস্যরা হল—মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, চিন ও ফ্রান্স। অনেক বিশেষজ্ঞ আবার এই তালিকায় উত্তর কোরিয়াকেও রাখছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

O nice post.

Thank