জবা ফুল আমরা কম বেশি সবাই কিনে থাকি। জবা ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে৷ জবা ফুল বিভিন্ন বর্ণের হয়ে থাকে। জবা ফুল ফুল পাঁচ পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে। জবা ফুল লাল, সাদা, কমলা ও হলুদ বর্ণের হয়ে থাকে। জবা ফুলের কোন গন্ধ থাকে না। জবা ফুল কে ইংরেজিতে চাইনিজ রোজ বলে থাকে। জবা ফুল মাঝারি আকৃতির ফুল। এই ফুলের আকৃতি ও কালার দেখে পোকামাকড় আকৃষ্ট। জবা ফুলের গাছ ৫ থেকে ২০ ফুট পর্যন্ত লম্বা হয়। জবা ফুলের পাতা মাঝারি সাইজের হয়ে থাকে। জবা ফুলের পাতা গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে। জবা ফুল কম বেশি সকলে এলাকায় দেখতে পাওয়া যায়। হিন্দুদের বাড়িতে জবা ফুল বেশি দেখতে পাওয়া যায়। লাল ও সাদা বর্ণের জবা ফুল বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায়। লাল রঙের জবা ফুল সচরাচর দেখতে পাওয়া যায়। জবা ফুলের গাছ অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে। জবা ফুলের গাছের নিয়মিত পানি দিতে হয় না। জবা ফুলের গাছের বেশি যত্ন নিতে হয় না।
জবা ফুল
last year by javed7 (51)