বামপন্থী কমিউনিস্টদের ভাবাদর্শের একটি নমুনা। মুখে যাই বলুক এরা সবসময়ই মাও জে দংয়ের " এন্ড জাস্টিফায়েস ইটস মিনস্" নীতিটা অত্যন্ত রুথলেসভাবে ইমপ্লিমেন্ট করতেই বেশী বিশ্বাসী। দাদাগিরি করে সাধারণ মানুষের গালে চড় মেরে "ইন্টিমিডেশনের" মাধ্যমেই এরা লক্ষ্য পেতে চায় যে করেই হোক! তা, গরীব ড্রাইভারের গাড়ি ভাংচুর করাটা কিংবা শিশুকে অবরোধ যানজটে আটকে রাখা কিরম প্রগতিশীলতার পরিচয়? ওই যে সিপিএমের দাদাগিরি করার স্বভাবের কথা বলেছিলাম না? কংগ্রেস সহ বিভিন্ন বামপন্থী দলের এটাই স্বভাব..যতই ব্যাকফুটে যাক, ধর্মান্ধগুলোর মত দাদাগিরিটা করতেই হবে! হিটলার বামপন্থীদের এই ট্যাকটিক্স জার্মানির রাস্তায় দেখেই ১৯২১ সালে স্টর্মট্রুপার বা স্টুর্মআবটাইলুঙ বা এসএ বা ব্রাউনশার্ট মিলিশিয়া প্যারামিলিটারি উইঙের গঠন করেন। হ্যাঁ, হিটলার.... বামপন্থীদের থেকে অনুপ্রাণিত হয়েই। 😆 #Leftists #communists and #rightwinger #religious #extremists are always this way, same kind of 'intimidation' 'chaos' they did during blm.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!