মানুষের বিবেক আজ কোথায় গেল???

in conscience •  6 years ago 

মেয়ে অনার্স শেষ করে ফেলেছে! অথচ মা
মেয়ে কে দূরে রেখে থাকতে পারবেন না
বলে বিয়ে দিচ্ছেন না!
ভালবাসাই বটে! তবে এমন ভালবাসা কোন সুফল
বয়ে আনেনা!


বাচ্চার জন্য সাবজেক্ট প্রতি টিচার! গানের এবং
নাচের ও আলাদা টিচার! সন্তানের ভবিষ্যতের জন্য
কত্ত সুব্যবস্থা!
কিন্তু একজন আরবী শিক্ষক দিতে পারেন না বাচ্চার
উপর চাপ হয়ে যাবে বলে!
এমন ভালবাসা কোন সুফল বয়ে আনেনা!


মেয়ে পর্দা করে বাইরে যাচ্ছে তো মায়ের
সে কি চিন্তা! মেয়েটা গরমে শেষ হয়ে যাবে!
বলছেন ও এই বয়সে এসবের কি দরকার!
মেয়ের জন্য ভালবাসাই বটে! তবে এমন ভালবাসা
ক্ষতির কারন হয়ে দাঁড়ায়


ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাবা লাখ টাকা
ঘুষ দিয়ে সুদি ব্যাংকে চাকুরী নিয়ে দিচ্ছেন!
দরদী পিতাই বটে!
তবে এমন দরদ জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়!


সুন্দরী স্ত্রীর প্রতি স্বামীর অফুরন্ত ভালবাসা!
এই ভালবাসা দুনিয়ার মানুষ কে না দেখালে তো
মনেহয় ভালবাসা ফুরুৎ করে পালাবে! ভালবাসার খাতিরে
মডেল দের মত পোজ দিয়ে ছবি তুলে
ফেসবুকে দিতে হবে!লাইক/কমেন্ট নিতে
হবে! দুনিয়া দেখুক কি বউ-ভাগ্য আমার আর কি সুখী
সংসার আমার!
হুমম.. ভালবাসাই বটে! তবে এমন ভালবাসা জাহান্নামের
পথ প্রশস্ত করে!


মেয়ে সারারাত জেগে পড়াশোনা করে
শেষরাতের দিকে ঘুমায়। আবার সকাল সাতটায় ক্লাসে
যেতে হয়। ফজরের সময় তাই ডাক দেননা মা।
ভাবেন, "আহা! বাচ্চা আমার সারারাত ঘুমায়নি। একটু পরেই
ক্লাস, তারপর আবার কোচিং ব্লা ব্লা ব্লা। আর
ঘুমানোর সময় পাবেনা। থাক ঘুমাক এখন। পরে
একসময় কাজা পড়ে নেবেনে।
ভালোবাসাই বটে...কিন্তু এই ভালোবাসা তাকে
কবরে আরামে ঘুমাতে দেবেনা।


দ্বীনদার মেয়েটিকে একটা বেদ্বীন পয়সা-
ওয়ালা ছেলের সাথে জোর করে বিয়ে
দিয়েছেন বাবা! পেটে ক্ষুধা থাকলে ভালবাসা/
দ্বীনদারী সব জানালা দিয়ে পালায় বলে কথা!
মেয়ের সুখের চিন্তা ই বটে! কিন্তু এডজাস্ট না
হওয়ায় দুদিন পরই যখন ডিভোর্সের রূপ নেয় তখন
আর জানা হয়না পেটে তো ক্ষুধা ছিলনা তবু কেন
ভালবাসা জানালা দিয়ে পালালো!


মানুষের বিবেক কোথায় যে গেল????????

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!