this image is created by RME (Founder Steemit) using two images which were collected from copyrightfree source
গত পরশু আমি আমাদের আপকামিং নিউ স্টিমিট কমিউনিটির জন্য মডারেটর রিক্রুটমেন্টের ঘোষণা দিয়েছিলাম । অনেক এপ্লিকেশন জমা পড়েছে । খুব শীঘ্রই সেগুলো চেক করে সর্টিং করা হবে । দুই ধরণের ক্যাটেগরিতে বিভক্ত করা হবে এপ্লিকেশন গুলিকে । এক. হাইলি এপ্রিসিয়েটেড দুই. অ্যাভারেজ ।
এরপরে হাইভের কমিউনিটিটা রি-ব্র্যান্ডিং কমপ্লিট করে স্টিমিট কমিউনিটির জন্য এপ্লিকেন্টদের কে ইন্টারভিউ এর ডেট জানিয়ে দেয়া হবে । এখন জাস্ট কমিউনিটিটা খুলে রেখে দিলাম ।
আমাদের আপকামিং স্টিমিট কমিউনিটির নাম "Tron Fan Club" । নাম শুনেই বুঝতে পারছেন কি ধরণের কমিউনিটি হতে যাচ্ছে এটি । এটি মূলত ট্রন ও ব্লকচেইন কেন্দ্রিক মজার একটি ফ্যান ক্লাব । কমিউনিটির অ্যাডমিন হলেন @blacks ।
এখন, আমি একটি ইন্ট্রো পোস্ট করে রাখবো শুধু । এরপরে মডারেটর নিয়োগের পরে কমুনিটির মূল কার্যক্রম শুরু করা হবে । অ্যাডমিন প্যানেল formation এর পরে আমাদের main কাজ হবে কমিউনিটির নিয়ম কানুন প্রণয়ন করা । কনটেস্ট, প্রমোশন, curation নিয়ে বিস্তারিত আলোচনা ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ।
এরপরে কমিউনিটির অফিসিয়াল discord চ্যানেল ওপেন করা । কমিউনিটির অফিসিয়াল কিউরেশন একাউন্ট খোলা ও পাওয়ার আপ করা । ভেরিফিকশন প্যানেল গঠন করা । তারপরেই শুরু হবে আমাদের নতুন কমিউনিটির পথচলা ।
আমাদের নতুন কমিউনিটির জন্য আমি একটা অফিসিয়াল লোগো চাচ্ছি । এ জন্য একটি উন্মুক্ত কনটেস্ট এর আয়োজন করা হলো
কন্টেস্টের বিষয় : "Tron Fan Club" এর জন্য অফিসিয়াল লোগো তৈরী
লোগোটি Tron এর অফিসিয়াল লোগোকে বেস করে ক্রিয়েট করতে হবে
ফাইনাল আউটপুট হবে png ফরম্যাট এ
রেসল্যুশন মিনিমাম ১০২৪X৭৬৮ হতে হবে
লোগোটি সম্পূর্ণ নিজের তৈরী হতে হবে
লোগো তৈরিতে যদি আপনি কোনো গ্রাফিক্স কনটেন্ট use করে থাকেন তবে সেগুলি কপিরাইট ফ্রি ও রয়্যালটি ফ্রি হতে হবে
বিজয়ী লোগোটি যেহেতু আমাদের কমিউনিটির অফিসিয়াল লোগো হবে তাই আপনাদের সম্পূর্ণ স্বত্ব ত্যাগ করে লোগোটি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে
কন্টেস্টের সময়সীমা : ১ সপ্তাহ
কনটেস্ট উইনার কে পুরস্কৃত করা হবে
আমাদের আপকামিং কমিউনিটি : https://steemit.com/trending/hive-183397