যবে থেকে এবছরে ট্রেন আবার সচল করা নিয়ে কথা , বিক্ষোভ সমস্ত শুরু হয়েছে তবে থেকেই কিছু কথা বলার ইচ্ছে ছিল, আজ সেটা আর প্লাসে বলেই ফেললাম। আর আমি এতদিন যতটা দেখেছি আর দেখছি প্রতিদিন, সেইসব মানুষের মানসিকতা অনুযায়ী এমনটাই ঘটবে, সবাই জানবেন :
" ট্রেন চললে নিঃসন্দেহে করোনা আরো হু হু করে ছড়াবে। প্রথম কারণ হল, রেলওয়ে স্টেশনগুলো মেট্রোর মত ঘেরানো নয়। তাই ভিড় নিয়ন্ত্রনের কোন প্রশ্নই নেই। ফাক ফোকর দিয়ে টিকিট ছাড়াই মানুষ ঢুকবে, কারণ এটাই আমাদের মানসিকতা, মানুন না মানুন, বাস্তবতা এটাই। আর বেশীরভাগ স্টেশনের অবস্হা দেখলে তো মনে হয়, সেগুলো কিছু লোক নিজের বাপের সম্পত্তি বলে মনে করেন। বুঝতে হবে, এখন কোনো সরকারেরই প্রধান উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো নয়, রোগটাকে সীমাবদ্ধ রাখা। এটা " সারভাইভাল অব দ্য ফিটেস্ট " পরিস্থিতি। এক একটা ট্রেনে একেবারে বারোটা বাসের সমপরিমাণ সংক্রমণ হবে। আর নাহ্, সব মিলিয়ে কোথাও প্রতিটি ট্রেনের ১২টি বগির বাস চলেনা।ঠিক যে কারণে ট্রেন বন্ধ রাখা হয়েছিল। এখন প্রশাসন শুধু মানুষকে তুষ্ট করার জন্যই কোন ব্যবস্হা না নিয়ে স্টেশন গুলি না ঘিরিয়েই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। একটা দল তো অরাজকতার চক্রান্ত চালাচ্ছেই। পুলিশ , জিআরপি মিলেও ট্রেনের ভিড় সামাল দিতে পারবে না। "