আজকের এই পোস্টটিতে আমরা জানবো , কিভাবে আমরা কক্সবাজারের মহেশখালীতে যেতে পারি ,, কক্সবাজারের মহেশখালীতে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে কক্সবাজার যেতে হবে , কক্সবাজারে আমরা যে কোনভাবেই যেতে পারি বাসে যেতে পারি ট্রেনে যেতে পারি অথবা প্লেনেও যেতে পারি ,. যেহেতু আমাদের মূল উদ্দেশ্য কক্সবাজারের মহেশখালী যাওয়া .| তাই সরাসরি আমরা মহেশখালী বিষয়ে শুরু করি , মহেশখালীতে যাওয়ার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে , প্রথমে আমরা কক্সবাজারের সাহাপুর দ্বীপে যাব , এবং সেখান থেকে আমরা একটা স্পিড বোর্ড অথবা লঞ্চে করে আমরা মহেশখালীর দিকে রওনা দেবো , স্পিডবোর্ড এর ভাড়া নিবে মোটামুটি 35 থেকে 40 টাকার মতো |
ভাড়ার পরিমাণটা খুবই কম তার কারণ হলো মহেশখালী যেতে খুব একটা সময় লাগে না আনুমানিক 10 মিনিটের মত সময় লাগে কক্সবাজার থেকে , তখন আমরা মহেশখালী কোর্টে বা বন্দরে গিয়ে উঠবো তখন আমরা নানান ধরনের মার্কেট পাবো , সেখানে আমরা পেয়ে যাব পাহাড়ি কলা পাহাড়ি বিভিন্ন রকম ফল তাছাড়া ছোটখাটো খেলনা পুতুল আরো বিভিন্ন কিছু , মন চাইলে সেখান থেকে কম বেশি মার্কেটও কেন করে নেওয়া যায় তবে খুব একটা মানুষ মার্কেট করে না , তারপরে আমরা শো বোজা চলে যাব স্বর্ণমন্দির দেখতে ,
মহেশখালীতে দেখার মতো অনেক কিছু আছে , তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো স্বর্ণ মন্দির তারপর মহেশখালী মন্দির অনেকগুলো মন্দির , একটা মজার ঘটনা ঘটেছিল আমরা যখন মহেশখালীর মন্দির দেখতে গিয়েছিলাম তো মন্দিরের লোকজন মনে করেছিল আমরা মনে হয় হিন্দু সম্প্রদায়ের | আর তার জন্য তারা আমাদের হাতে একটা থালা ধরিয়ে দিয়েছিল এবং দিয়ে বলেছিল যাও গিয়ে পূজা করে আসো | বিষয়টা বেশ মজার ছিল আমাদের জন্য তখন আমরা তাদেরকে বুঝিয়ে বলি যে আমরা আসলে মুসলমান | মহেশখালী দ্বীপ টা আসলে খুবই ছোট খুব বেশি বড় না আপনি মোটামুটি সকালে গেলে বিকালের মধ্যে আপনি অল কভার করতে পারবেন | তারপর মন চাইলে আপনি মহেশখালী থেকে কক্সবাজার ফিরে আসবেন তার কারণ হলো মহেশখালীতে তেমন কোন হোটেল বা থাকার কোন ভালো জায়গা নেই সো আপনাকে অবশ্যই কক্সবাজার ফিরে আসতে হবে
তো এই ছিল মহেশখালী নিয়ে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন , ধন্যবাদ
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit