কক্সবাজার ভ্রমণ

in coxsbazar •  3 years ago 

কক্সবাজার : কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম সমুদ্রসৈকত।যা বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিবছর এখানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে।এটি সারা বিশ্বে সমাদৃত কারণ এটি বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত।
DSC_0131.JPG

DSC_0246.JPG

যেভাবে যাবেনঃ সাধারণত শীতকালীন সময়ই উপযুক্ত কক্সবাজার যাবার। এছাড়া সবসময়ই পর্যটকের আসা-যাওয়া লেগে থাকে। চট্টগ্রাম, ঢাকা বা যেকোনো স্থান থেকে বাস,কার,ট্রেন, উড়োজাহাজ যেকোনো পরিবহন দ্বারা কক্সবাজার যাওয়া যায়।

হোটেল বা রিসোর্টঃ বিভিন্ন মানের ও দামের হোটেল ও রিসোর্ট রয়েছে এখানে।এগুলো আগে থেকে বুকিং দেওয়া যায় অথবা গিয়ে ও ঠিক করা যায়।বিভিন্ন হোটেল, রিসোর্ট যেমন মারমেইড বিচ রিসোর্ট, লং বিচ,হিরেটজ,সী ভিউ হোটেল, হিল টাওয়ার, গ্রান্ড বিচ ইত্যাদি।
IMG_20200125_085839.jpg

খাওয়া -দাওয়া ও ঘুরাঘুরিঃ কক্সবাজারে বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে। তাতে পাওয়া যায় বিভিন্ন ধরনের টাটকা মাছ যেমন : কোরাল,লবস্টার,চিংড়ি, ইলিশ, লইট্যা ইত্যাদি। তাছাড়া যে কোনো ধরনের ভর্তা যেমনঃসবজির,মাছের, শুটকির ভর্তা যা অনেক সুস্বাদু হয়ে থাকে। এছাড়া ব্রয়লার,দেশি মুরগী, মাটন,গরুর মাংস ইত্যাদি পাওয়া যায়।
কক্সবাজার ঘুরাঘুরির জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেমন :হিমছড়ি,ইনানী সমুদ্র সৈকত, মহেশ খালী,রামু বৌদ্ধ বিহার, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড , সেন্টমার্টিন ।
IMG_20200124_174123.jpg
IMG_20200124_201009.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!