বিপিএলে আসছে রিভিউ, ড্রাফট ২৫ অক্টোবর

in cricket •  6 years ago 

বিপিএলে আসছে রিভিউ, ড্রাফট ২৫ অক্টোবর ষষ্ঠ মৌসুম থেকে ডিআরএস, ডিসিশন রিভিউ সিস্টেম পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। প্রতি ইনিংসে একটি করে অসফল রিভিউয়ের সুযোগ পাবে দলগুলো। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্লেয়ারস ড্রাফট হবে ২৫ অক্টোবর। আজ ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে মত-বিনিময়ের পর বিপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং বডির ভাইস-চেয়ারম্যান ইসলাইম হায়দার। বিদেশী ক্রিকেটারদের ক্ষেত্রে নিবন্ধিত ক্রিকেটারদের ড্রাফটের মধ্য দিয়ে আসতে হলেও দুইজন অনিবন্ধিত ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের সময়ে অন্য লিগের প্রভাবের কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন হায়দার, “অনেক ক্রিকেটার নিবন্ধিত হয় নাই। অনেক ভাল ক্রিকেটার আছে এমন। বিপিএল হওয়ার সময় ছিল অক্টোবর-নভেম্বর। তবে জাতীয় নির্বাচনের কারণে সেটা জনুয়ারিতে হচ্ছে, ওই সময় অনেক লিগ চালু হবে। প্রত্যেক দলের ভাল ক্রিকেটারের চাহিদা থেকেই দুইটা (অনিবন্ধিত) ক্রিকেটার নিতে পারবে।”

প্রতিটি দল চারটি করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। যেসব ক্রিকেটারকে ধরে রাখা হবে, তাদের নাম সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

আর বিপিএলের গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে বোর্ড পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির ভাইস-চেয়ারম্যান শেখ সোহেলকে। চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আফজালুর রহমান সম্প্রতি মারা গেছেন।

(Posted with Vapor, available for iOS and Android)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!