ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়া।

in cricket •  5 months ago 

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_2180.jpeg

IMG_2181.jpeg

IMG_2182.jpeg

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড বনাম ইন্ডিয়া।

টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক জস বাটলার। ইনিংসের তৃতীয় ওভারে রেচ টপলির বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহিলি। ওয়ান ডাউনে লেবে রিশাব প্যান্ট ও উইকেটে সেট হতে পারিনি। ইন্ডিয়াকে চাপে ফেলে তিনিও দ্রুত আউট হয়ে প্যাভেলিয়ানে ফিরে যান।

IMG_2191.jpeg

IMG_2206.jpeg

IMG_2207.jpeg

প্রথম পাওয়ার প্লে শেষে ইন্ডিয়ার সংগ্রহ দুই উইকেটে ৪৬ রান। বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল। বৃষ্টি শেষ হয়ে গেলে মাঠ খেলার উপযোগী করে আবার খেলা শুরু হল। তৃতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৭৩ রানের পার্টনারশিপ করে শুরুর চাপ সামাল দেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও সুরিয়া কুমার ইয়াদেব।

IMG_2210.jpeg

IMG_2211.jpeg

ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে আদিল রশিদের বলে সরাসরি বোর্ড আউট হন ক্যাপ্টেন রোহিত শর্মা। রোহিত শর্মার পর সুরিয়াকুমার ইয়াদেব ও আউট হয়ে হতাশ করে টিম ইন্ডিয়াকে। শেষ দিকে হার্ডডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার ছোট ছোট ক্যামিওতে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭১ রানের চ্যালেন্জিং টোটাল পায় ইন্ডিয়া। ফাইনালে যেতে ইংল্যান্ডের দরকার ১৭২ রান। ইংল্যান্ডের হয়ে কৃষ জর্ডান তিন ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেন।

IMG_2252.jpeg

IMG_2249.jpeg

IMG_2233.jpeg

IMG_2218.jpeg

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই অক্ষর প্যাটেলের শিকার হয়ে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৯ রান।

IMG_2253.jpeg

IMG_2260.jpeg

IMG_2264.jpeg

ইন্ডিয়ান বোলারদের তাণ্ডবের দিশেহারা ইংলিশ ব্যাটসম্যানরা। ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন হ্যারি ব্রুকস। এদিন কোন ইংলিশ ব্যাটসম্যানই দাঁড়াতে পারিনি ইন্ডিয়ান বোলারদের সামনে। শেষ পর্যন্ত ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

IMG_2270.jpeg

IMG_2276.jpeg

IMG_2274.jpeg

IMG_2277.jpeg

IMG_2278.jpeg

IMG_2279.jpeg

IMG_2281.jpeg

IMG_2288.jpeg

IMG_2302.jpeg

ইন্ডিয়ার হয়ে অক্ষর প্যাটেল ও কুলদীপ ইয়াদেব সমান তিনটি করে উইকেট নেন। জাসপ্রীত বুমরা ২ টি উইকেট পান।

ফলাফল: ৬৮ রানে ইন্ডিয়া জয়ী। এই জয়ে ইন্ডিয়া চলে গেল ২০২৪ টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে। ফাইনালে তাদের প্রতিপক্ষ জায়ান্ট কিলার দক্ষিণ আফ্রিকা।

IMG_2318.jpeg

IMG_2293.jpeg

IMG_2290.jpeg

প্লেয়ার অফ দ্যা ম্যাচ: অক্ষর প্যাটেল। তিনি চার ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট পান এবং ব্যাট হাতে ছয় বলে দশ রানের ছোট্ট ক্যামিও খেলেন।

IMG_2268.jpeg

IMG_2259.jpeg

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @najmulislam10,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community