এক রানের আক্ষেপ নেপালের।🥹

in cricket •  6 months ago 

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_1155.jpeg

এক রানের জন্য ইতিহাস গড়তে পারল না নেপাল ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ৩১ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল বনাম সাউথ আফ্রিকা।

IMG_1063.jpeg

টসে জিততে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় নেপাল। ইনিংস এর চতুর্থ ওভারে ফিরে যান আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। শুরুর সেই ধাক্কা সামাল দেন আফ্রিকান অধিনায়ক এইডেন মারকাম ও রেজাহেন্ড্রিক্স। তারা দুজন মিলে ইনিং সর্বোচ্চ ৪৪ রানের পার্টনারশিপ গড়েন।

IMG_1004.jpeg

ইনিংসের ১২ তম ওভারে আফ্রিকান অধিনায়ক এইডেন মারকাম আউট হয়ে প্যাভিলিয়নের ফিরে গেলে খেল হারিয়ে বসেন আফ্রিকানরা।

তখন আফ্রিকানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৮ রান। এরপর নেপালিদের বোলিং তাণ্ডবে অসহায় আফ্রিকান ব্যাটসম্যানরা। শেষ দিকে ট্রিস্টান স্টাবস এর ছোট ক্যামিওতে আফ্রিকানদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১৫ রান।

IMG_1047.jpeg

IMG_1062.jpeg

জয়ের জন্য নেপালের টার্গেট ১১৬ রান। আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন রেজাহেন্ড্রিক্স। তিনি ৫ চার ও ১ছয়ে ৪৩ রান করেন‌ নেপালের হয়ে দীপেন্দ্র সিং আইরি ৩ টি উইকেট ও কুশল ভর্তেল ৪ টি উইকেট নেয়।

IMG_1066.jpeg

ছোট রানের টার্গেটে দেখেশুনে শুরু করেন নেপালের দুই ওপেনিং ব্যাটসম্যান। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার শেষে নেপালের সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান। অষ্টম ওভারে আফ্রিকান স্পিনার তবরেজ শামসি বোলিং আক্রমণে এসে প্রথম ওভারেই নেপালের দুই ব্যাটার কে আউট করে প্যাভিলিয়ানে পাঠান।

IMG_1109.jpeg

আসিফ শেখ ও অনিল শাহ তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ ৫০ রানের পার্টনারশিপ করে সেই ধাক্কা সামাল দেন। আফ্রিকান অধিনায়ক এইডেন মারকাম অনিল শাহ এর উইকেট নিয়ে সেই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভাঙ্গেন। এরপর তবরেজ শামসির স্পিন ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে একে একে উইকেট হারিয়ে ১ রানের আঁক্ষেপে পুড়ে নেপাল।

IMG_1157.jpeg

IMG_1162.jpeg

শেষ পর্যন্ত নেপাল বিশ ওভারে ১১৪ রান তোলে ৭ উইকেট হারিয়ে। আফ্রিকার হয়ে তবরেজ শামসি ৪ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। নেপালের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন আসিফ শেখ। তিনি ৪২ রান করেন।

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১ রানের জয়ী।

প্লেয়ার অফ দ্যা ম্যাচ: তবরেজ শামসি

IMG_1109.jpeg

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

One run!!! I could not believe it.
It should have been a clear victory for South Africa