দক্ষিণ আফ্রিকার প্রথম VS ভারতের শিরোপা খরা কাটানো

in cricket •  5 months ago 

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_2325.jpeg

বাংলাদেশের সময় আজ রাত ৮ঃ৩০ মিনিটে কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর ফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।

IMG_2326.jpeg

দুই দলের সামনেই বিশ্বকাপ জেতার হাতছানি। যেই দলই এই ম্যাচ জিতবে সেই দলই হবে আগামী দুই বছরের জন্য টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন।

IMG_2181.jpeg

IMG_2052.jpeg

আইসিসির যেকোনো ইভেন্টে ভারত সবসময় হট ফেভারি হয়েই খেলতে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের আর শিরোপা ছুয়ে দেখা হয় না। দীর্ঘ ১১ বছর ভারতীয় ক্রিকেট দল আইসিসির কোন ইভেন্টে শিরোপা জিতে নাই। সর্বশেষ ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল ভারত। এই দীর্ঘ ১১ বছরে ভারত আইসিসির বেশ কয়েকটি ইভেন্টের ফাইনাল ম্যাচ খেলেছে। শিরোপা ছুঁয়ে দেখা তাদের কাছে স্বপ্নই রয়ে গিয়েছে।

IMG_2318.jpeg

IMG_2290.jpeg

সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। এবারের টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত দল ভারত। ব্যাটে বলে সমানতালে ফর্মে আছেন ভারতীয় প্লেয়াররা। টিম ইন্ডিয়া সামনে আরও একটি আইসিসির ইভেন্টের ফাইনাল ম্যাচ। তাদের প্রতিপক্ষ ভয়ংকর দক্ষিণ আফ্রিকা। এবার কি পারবে ভারত তাদের ১১ বছরের শিরোপা খরা কাটাতে? নাকি আরো একবার বিশ্বমঞ্চে তাদের শিরোপা জেতার স্বপ্নভঙ্গ এবং সেই সাথে হতাশ ১৩০ কোটি ভারতীয় ক্রিকেট ভক্ত।

IMG_2301.jpeg

IMG_2282.jpeg

IMG_2262.jpeg

IMG_2259.jpeg

IMG_2244.jpeg

IMG_2213.jpeg

IMG_2207.jpeg

IMG_2201.jpeg

IMG_2197.jpeg

IMG_2191.jpeg

অপরদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা‌। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বিশ্বে একটি ভয়ংকর হট ফেভারিট দল। বছর জুড়ে তারা সব সময় ভালো ক্রিকেট খেলে। আইসিসির যেকোনো ইভেন্টে তারা ফেবারিটি হয়েই মাঠে নামে।

IMG_2161.jpeg

IMG_2123.jpeg

IMG_2127.jpeg

কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ে না দক্ষিণ আফ্রিকার। প্রত্যেক বারই তাদের সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়‌। প্রত্যেকবার সেমিফাইনালে হেরে যাওয়াতে ক্রিকেট বিশ্বে তারা চোকার তকমা অর্জন করে। এবার যেন দক্ষিণ আফ্রিকা অন্যরকম ভয়ংকর। এখনো পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা।

IMG_2132.jpeg

IMG_2113.jpeg

IMG_2126.jpeg

গ্রুপ পর্বের চার ম্যাচে ৪ জয়। সুপার এইটে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে যায়। সেমিফাইনালে মাইটি আফগানিস্তানকে একপ্রকার উড়িয়েই ফাইনালে পা রাখে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সামনে ইতিহাস। নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম শিরোপা জেতার হাতছানি।

IMG_2104.jpeg

IMG_2072.jpeg

IMG_2070.jpeg

IMG_2039.jpeg

আশা করছি খেলাটি প্রচুর হাই ভোল্টেজ হবে এবং সেই সাথে অনেক উপভোগ্য একটা ম্যাচ হবে ক্রিকেট প্রেমীদের জন্য।কে হবে টি-টোয়েন্টির নতুন বিশ্ব চ্যাম্পিয়ন? আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দুই দলের জন্যই শুভকামনা রইল।

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Well what a match it was!!
Congratulations to India!
They better watch out as South Africa will be back! (•ิ‿•ิ)

@patjewll This is unacceptable. It is incredibly unfortunate. If nothing is written in fate, then it is understood. Congratulations to South Africa though. You lost but won the hearts of crores of fan.
https://steemit.com/cricket/@najmulislam10/voaaq

You lost but won the hearts of crores of fan.

Awh what a nice saying! Thank you! ☕

@patjewell Thank you so much .Please visit my steemit account and comment on my post. Here is my steemit account link: https://steemit.com/@najmulislam10