কাক সর্ব ভুক প্রাণী৷ কাক সব কিছুই খেয়ে থাকে৷ কাক দেখতে কালো বর্ণের একটি পাখি৷ কাক কা কা ডাকে৷ কাকের ডিম সাদা হয়ে থাকে৷ কাক গাছে বাসা বাধে৷ কাকের গলার দিকটা অনেক কালো হয়। কাক দলবদ্ধ ভাবে বসবাস করে৷ কাক সচারাচর দেখতে পাওয়া যায়৷ শহরে বেশি কাক লক্ষ্য করা যায়৷ কাক দুই প্রজাতির হয়। এক প্রজাতির কাক দেখতে বড় আকৃতির হয়৷ আরেক প্রজাতির ছোট৷ কাক অনেক চালাক একটি পাখি।
আমাদের এইদিকে ছাদে উঠলে প্রায়ই কাক দেখতে পাওয়া৷ কাক খাওয়া যায় না৷ তাই কাকের বংশবিস্তার বেশি৷ ঝড়ের সময় কাকের বাসা ভাঙ্গতে দেখা যায়৷ কাককে মারলে ঘর থেকে বের হওয়াই রিক্স হয়ে যায়৷ কাক দলবদ্ধ ভাবে বাস করে৷ এদের দলের একজনকে আঘাত করলে সবাই মিলে প্রতিশোধ নেয়।