ক্রিপ্টোকারেন্সি কি??

in cryptocurrency •  3 years ago 

ক্রিপ্টোকারেন্সি হলো ডিসেন্টালাইজ ডিজিটাল মুদ্রা যা ব্লকচেইন প্রযুক্তির উপর গড়ে উঠেছে।
আপনি হয়ত বিটকয়েন বা ইথিরিয়ামের মতো জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির সাথে পরিচিত আছেন বা নাম শুনেছেন, তবে আপনি হয়তো জানেন না কয়েন মার্কেট ক্যাপ অনুসারে ১০০০০ টিরও বেশি আলাদা ক্রিপ্টোকারেন্সি আছে।।

আপনি আপনার নিত্য-প্রয়োজনীয় পণ্য ও সেবাদি ক্রয়-বিক্রয় করতে পারবেন এই ক্রিপ্টোকারেন্সি দিয়ে। দিনদিন মানুষ এই ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ করা শুরু করে দিয়েছে যেমন টা স্টক বা স্বর্ণ ও রোপ্যতে করে। যদিও ক্রীপ্টোতে রির্টান অনেক বেশি পাওয়া যায় তবু আপনাকে বলবো এখানে নতুন অবস্থায় বিনিয়োগ না করার জন্য কারণ ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে বা এর পুরো সিস্টেম টা না বুঝলে আপনি এখানে জিরো হয়ে যেতে পারেন। ক্রিপ্টোকারেন্সি খুবই রিস্কি।

ক্রিপ্টোকারেন্সি হল নিয়ন্ত্রণ সংস্থাহীন একটি ডিজিটাল বা ইন্টারনেট মুদ্রা যা বর্তমানে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশি টাকার যেমন নিয়ন্ত্রণ সংস্থা হলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আমাদের বাংলাদেশি মুদ্রার মান পরিচালনা ও মান বজায় রাখে। আর এই কাজ গুলো ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে হয়ে থাকে।

বিটকয়েন হলো প্রথম ক্রিপ্টোকারেন্সি যা সাতোসি নাকামোতো নামে একজন বা একদল লোক ২০০৮ সালে একটি হুইয়াট পেপার পাবলিশ করেন যার টাইটেল ছিল
“Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System.”
সাতোসি নাকামোতো আরও বর্ণনা করেন
“an electronic payment system based on cryptographic proof instead of trust.”

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...