ডিপওনিয়ন কমিউনিটি তে কি কি করবেন না?

in cryptocurrency •  7 years ago 


ডিপওনিয়নের ব্যাপারে জানলে আপনার জানা উচিৎ এর অসাধারণ কমিউনিটির ব্যাপারে।
এই কমিউনিটির মধ্য দিয়ে সকল এডমিন/মডারেটর/ইনভেস্টর একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে সকল সমস্যার সমাধান করে,ডিপওনিয়ন এর প্রমোশনে অংশ গ্রহণ করে এবং সবচেয়ে আনন্দের জিনিষ্টা হল তারা তাদের কয়েনের প্রমোশন এবং কমিউনিটিতে কন্ট্রিবিউশন এর জন্য বিনামূল্য অনিয়ন বিতরণ করে!
অবশ্যই যার কন্ট্রিবিউশন বেশি,সে বেশি অনিয়ন পাবে!
আপনি হয়ত আপনার মূল্যবান অনেক সময় এই কমিউনিটি তে ব্যয় করছেন! এবং কমিউনিটি তার প্রতিদান স্বরূপ আপনাকে অনিয়ন দিচ্ছে যার প্রতিটার মূল্য ১০$! আপনার উচিত হবে এতেই সন্তুষ্ট থেকে কোনো অন্যায় পথ বেছে না নেওয়া
সুষ্ট ও সুন্দর ভাবে কমিউনিটি গাইড লাইন ফলো করা!
যে সব কাজ কমিউনিটি তে করবেন না:

১) স্প্যাম করা : এটি একটি গ্লোবাল কমিউনিটি।যা নিয়ে কাজ করা হয় এবং যে সব বিষয় নিয়ে আলোচনা হয় সবই সিরিয়াস! অপ্রাসঙ্গিক অনৈতিক অবৈধ কোনো কিছু করে কমিউনিটি কে ছোট করবেন না!

২) নিন্মমানের পোস্ট করা: এই কমিউনিটি তে আপনি আপনার কাজের জন্য আপনি রিওয়ার্ড পাচ্ছেন। যা অনেক ভাল একটি এমাউন্ট! অন্য কোথাও এই কন্টেন্টের জন্য এত অর্থ পাবেন না! তো অবশ্যই নিন্মমানের কিছু পোস্ট করে আপনার সাথে সাথে কমিউনিটির বাকি মেম্বার দের পেটে লাথি দিবেন না!

৩)অনিয়ন ভিক্ষা চাওয়া: কমিউনিটি তে অনেক কনটেস্ট/গিভএওয়ে বাউন্টি পোগ্রাম আছে!আপনি সেই গুলিতে অংশ গ্রহণ করে সহজেই অনিয়ন আয় করতে পারেন।কিন্তু ভিক্ষা করতে যাবেন না! এইখানে কাউককে ভিক্ষা করতে দেখলে ব্যান দেয়া হয়,তাই শুধু শুধু নিজেকে ছোট করতে যাবেন না!


৪) কোনো বাউন্টির জন্য দ্বিতীয়বার পুরুষ্কার চাওয়া : আগেই বলেছি আপনার পরিশ্রমের জন্য কমিউনিটি হতে আপনাকে মূল্য পরিশোধ করা হয়!কমিউনিটি এই ব্যাপারে কোনো চিটিং করে না!
তাহলে আপনি কেন ঠকাতে যাবেন?

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!