পড়ুন পূর্বের এপিসোডগুলো : [এপিসোড ০১] [এপিসোড ০২] [এপিসোড ০৩] [এপিসোড ০৪]
আজকের সংক্ষিপ্ত আপডেট এনাউন্সমেন্টে জানাতে চাই যে আমার শখের "Crypto Inheritance Wallet Card" প্রজেক্ট এর কোর কোডিং এর কাজ সম্পূর্ণ করা হয়েছে, এখন গ্যালারীর কোডিং চলছে । এই ওয়েব অ্যাপে একটা গ্যালারী সেকশন রাখা হচ্ছে যেখানে বেশ কয়েকটি ক্রিপ্টো পেপার ওয়ালেটের টেমপ্লেট রাখা থাকবে । যে কেউ এই গ্যালারি থেকে টেমপ্লেট ডাউনলোড করে নিজের মতো মডিফাই করে কাস্টম ক্রিপ্টো পেপার ওয়ালেট ডিজাইন করতে পারবেন ।
আজকের এই সংক্ষিপ্ত আপডেটে চলুন দেখে নিই কি কি ফিচার থাকছে আমাদের এই ওয়েব অ্যাপে ।
AES (Advanced Encryption Standard) Tool:
এই টুলটিই হলো আসল ফিচার এই ওয়েব অ্যাপের । টুলটি দিয়ে খুব সহজেই যে কোনো টেক্সট ডেটাকে AES 256 Bit Encryption Algorithm ব্যবহার করে এনক্রিপ্ট করা সম্ভব । অর্থাৎ, আপনার যাবতীয় ক্রিপ্টো ওয়ালেটের সব প্রাইভেট কীগুলোকে খুব সিকিউর ওয়েতে এনক্রিপ্ট করে ব্যাকআপ রাখতে পারবেন - প্রিন্টেড কপি অথবা ডিজিটাল কপি হিসেবে ।
Character encoding conversion Tool:
এই টুলটি দিয়ে খুব সহজেই যে কোনো এনকোডেড ডেটা বা টেক্সটকে অন্য ফর্মে কনভার্শন করা পসিবল । মোট ১০ টি কনভার্সন মেথড রাখা হয়েছে এই টুলটিতে । Hexadecimal, Text, Binary, Decimal, Base58, B58Check, Base64, Rfc1751, Poetry এবং Rot13 ।
Electrum Seed Generation:
আমরা সবাই বিটকয়েন ওয়ালেট Electrum এর সাথে কম বেশি পরিচিত । এটি একটি খুবই সিকিউরড ওপেন সোর্স বিটকয়েন ওয়ালেট সফটওয়্যার । এই ওয়ালেট অ্যাপ ইউজ করে Seeds এর মাধ্যমে HD Bitcoin Wallet জেনারেট করা হয়ে থাকে । Seeds হলো ফিক্সড ১২ টি ওয়ার্ডের একটি ক্রমানুযায়ী সেট ।একে mnemonic phrase-ও বলা হয়ে থাকে । যাই হোক এই টুলটি দিয়ে আপনি seeds জেনারেট করে তা দিয়ে আনলিমিটেড বিটকয়েন ওয়ালেট create করতে পারবেন । এই বিটকয়েন ওয়ালেটগুলোর প্রাইভেট কীগুলোকে আপনি AES Encryption টুলের Encryption Key হিসেবে ইউজ করতে পারবেন । মনে রাখবেন এই কীগুলো আনব্রেকেবল ।
Bitcoin Brain-wallet Private Key Generation:
ব্রেইন ওয়ালেট আইডিয়া একটি ইনোভেটিভ আইডিয়া । আপনি যে কোনো টেক্সট ইউজ করে একটি বিটকয়েন প্রাইভেট কী জেনারেট করতে পারবেন এই টুলটির মাধ্যমে । তবে অন্য কেউ যদি আপনার ইউজ করা টেক্সট সহজে বের করে ফেলতে পারে তবে কিন্তু আপনার জেনারেট করা বিটকয়েন এর প্রাইভেট কী সে বের করে ফেলতে পারবে । তাই এমন কিছু টেক্সট ইউজ করা উচিত যা দুনিয়ার কেউই বের করতে পারবে না কোনো ভাবেই । তাই সম্পূর্ণ ইউনিক কোনো নিজের লেখা কবিতা, গান বা লম্বা কোনো সেন্টেন্স ইউজ করতে হবে ব্রেইন ওয়ালেটের passphrase হিসেবে, তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ ।
Bitcoin Salted Brain-wallet Private Key Generation:
এই টুলটি একদম সেম অ্যাজ ব্রেইন ওয়ালেট, শুধু একটা বাড়তি সিকিউরিটি লেয়ার অ্যাড করা হয়েছে এই টুলটিতে । সেটা হলো Salt । মোট দু'রকমের Salt ইউজ করতে পারবেন এই টুলে - এক. টেক্সট সল্ট এবং দুই. ইমেজ সল্ট । এরপর আবার সল্ট ইউজ করে যে হ্যাশটা হবে সেটাও দু'রকমের রয়েছে - এক. নরমাল হ্যাশ এবং দুই. অ্যাডভান্সড হ্যাশ । আপনি যদি অ্যাডভান্সড হ্যাশ অপশনটি চুজ করেন তবে আপনার জেনারেট করা বিটকয়েন প্রাইভেট কীটা ১০০% হ্যাকপ্র্রফ এবং ব্রুট ফোর্স এটাক প্রুফ হবে । তবে, ব্রেইন ওয়ালেটের passphrase খুব লম্বা একদমই ইউনিক কোনো সেন্টেন্স হতে হবে - এটা মাথায় রাখবেন ।
সিকিউরিটির কথা মাথায় রেখে প্রজেক্টটি সম্পূর্ণ আমি নিজেই কোডিং করেছি এবং সোর্স কোড সবার জন্য উন্মুক্ত করেছি । তাই এই ওয়েব অ্যাপটি একটি সম্পূর্ণ ওপেন সোর্স প্রজেক্ট ।
ওয়েব অ্যাপ লিংক : https://tintin.in/index.html
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ০৫ আগস্ট ২০২৩
টাস্ক ৩৪৬ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : b549fc2bf171a525bb128e822aabbd43a9a9507d9d2796eac6a346f5f8e752ae
টাস্ক ৩৪৬ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত