Leaf photography

in cs •  2 years ago 

হ্যালো সবাই! আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। আমি সবসময় আপনাদের সাথে ভাল ভাল কনটেন্ট শেয়ার করি এবং এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবেন।

ধন্যবাদ সবাইকে!

IMG_20221212_095436.jpg

IMG_20221212_095426.jpg

IMG_20221212_095145.jpg

এই ফুলটি বুনো ফুল নামে পরিচিত। বাংলাদেশের সব অঞ্চলে এই ফুল সচরাচর দেখা যায় না। তবে এই ফুলটি খুব সুন্দর। সুপারবা হল Colchicaceae পরিবারের একটি প্রজাতির সপুষ্পক উদ্ভিদ। সাধারণ নামের মধ্যে রয়েছে ফ্লেম লিলি, ক্লাইম্বিং লিলি, ক্রিপিং লিলি, গ্লোরি লিলি, গ্লোরিওসা লিলি, টাইগার ক্ল, ফ্লেম এবং ফায়ার লিলি। পুরো ডিসেম্বরের উপরে কিছু তথ্য জানা গেল।

এই ফুলটি বেশি আকর্ষনীয় হওয়ার কারণ হল এই ফুলের রঙ, এক প্রকারের উপরের অংশ এবং অন্য প্রকারের নীচের অংশ। যা এই ফুলকে নিয়ে গেছে অনন্য এক জায়গায়। যাইহোক, কমেন্ট করে জানাবেন ফুল কেমন লেগেছে। আজ আর নয়। পরবর্তী content আবার দেখা হবে এমন সুন্দর সুন্দর content দেখতে হলে আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন

thank-you.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!