দেবিদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ড ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি (Breaking News)

in debidwar •  6 years ago  (edited)

দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সাহাজ উদ্দিন সাজুর বাড়ির অবসর প্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলাম’র টিনসেট বিল্ডিং-এ (১৮ আগষ্ঠ) শনিবার বেলা ২টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। এসময় ঘরের লোকজন ঘরে তালা দিয়ে অন্যত্র কাজে গিয়েছিল বলে জানান।
2. DEBIDWAR (COMILLA) PIC;-AGNIKANDE 10 LAK TAKAR KHOY-KHOTI- 18.08.18..JPG

প্রতিবেশীরা ঘরের চালায় আগুনের লেলিহান শিখা দেখে সূর চিৎকার করলে এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে মুরাদনগর উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ৬টি কক্ষে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘর তালাবদ্ধ থাকায় কেউ ঘরে ঢুকতে বা মালামাল বের করতে পারেনি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য জহিরুল ইসলাম জানান, আমরা বাড়িতে কেউ ছিলাম না। আমার মা’ একা ছিলেন, তিনি ঘরে তালা লাগিয়ে পাশ্ববর্তী বাড়িতে জরুরী কাজে অবস্থান করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, গুনাইঘর (উঃ) ইউপি চেযারম্যান মোঃ খোরশেদ আলম, দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন প্রমূখ ঘটনাস্থল পরিদর্শন করে আসেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা বলেন, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান অনেক। যেহেতু পুড়ে যাওয়া মালামাল ফিরিয়ে আনা যাবেনা সেহেতু মনোবল শক্ত করে ধৈর্য্য ধারন করতে হবে। আমরা উপজেলা প্রশাসন থেকে টিনের ব্যবস্থা করে দেব, তবে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে আর্থিক সহযোগীতার ব্যপারে চেষ্ট করব।
From Now You Can Get More Breaking News IN My Post , Follow Me

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.packagetrackr.com/

চালায় যান ভাই, প্রতিদিনের সংবাদ পাবো আশা রাখি

জি ভাই