The deer is a beautiful wild animal in nature

in deer •  7 years ago  (edited)

The name of a beautiful wild animal of nature is deer. Its color-trunk body is attractive to all elderly people. Although most people of the country do not get the chance to watch the deer, almost all of them know the deer. The child who learned to speak in the new language also recognizes the name of the deer in the word. And at the beginning of his knowledge, he learns the deer and gives the colorful animal closer to it. The deer does not have any forest-forest in the country today. Their residences are now in zoos and in the Sundarbans. Even though in a very small number, however, some amateur people carry deer in the house down.

35628699_399882933836901_8433672407482368000_n.jpg

Earlier there were several species of deer in this country. Among them, Chitra, Sambar, Para, Barshanga and Maya deer are worth mentioning. But now only Chitra deer is seen, even in the Sunderbans or zoos only. It is known that before the forest and tea garden of Sylhet, the Maya deer roamed. When they were humble and fearful, they used to "bark" like a dog. But now they can not be seen in the woods or the gardens of the forest, on the drawings and drawings. In the Chittagong region, many people used to perform the Maya deer in the morning. Maybe in the near future, the current Chitra deer will be extinct from other countries like the deer of other species. Since the Chitra deer is possible in the zoo very easily, the deer pet is also possible from the real estate.

Translate in Begoli:

প্রকৃতির এক সুন্দরতম বন্য প্রাণীর নাম হরিণ। এর রঙ-চঙা শরীর আবাল-বৃদ্ধ বনিতা সকলের নিকট আকর্ষণীয়। দেশের অধিকাংশ মানুষ যদিও হরিণ সচক্ষে দেখার সুযোগ পান না তবুও ছবির হরিণ প্রায় সকলেরই চেনা। যে শিশুটি সদ্য কথা বলতে শিখেছে সেও কিন্তু হরিণ নামের পশুটিকে শব্দে শব্দে চিনে নেয়। আর অর জ্ঞানের প্রারম্ভেই "হ"-তে হরিণ শিখে নেয় এবং রঙিন ছবির পশুটিকে তার আরো কাছে এন দেয়। হরিণ আজ আর দেশের সকল বনে-জঙ্গলে নেই। এদের আবাসমূল এখন চিড়িয়াখানায় আর সুন্দরবনে। অতি কম সংখ্যায় হলেও, তবু কিন্তু কিছু কিছু সৌখিন ব্যক্তি বাড়ির আঙ্গিঁনায় হরিণ পালন করে থাকেন।
new.jpg

আগে এদেশে বেশ কয়েক প্রজাতির হরিণ ছিল। তম্মধ্যে চিত্রা, সাম্বার, পারা, বারশিংগা ও মায়া হরিণ উলেখযোগ্য। অথচ বর্তমানে কেবল চিত্রা হরিণই চোখে পড়ে, তাও কেবল সুন্দরবন অথবা চিড়িয়াখানাগুলোতে। জানা যায় সিলেটের বনাঞ্চল ও চা বাগানে আগে মায়া হরিণ বিচরণ করতো। এরা নম্র স্বভাবের আর ভয় পেলেই কুকুরের মত "ঘেউ ঘেউ" করতো। অথচ এখন আর বনের মাঝে বা চা বাগানের সঙ্কীর্ন আঁকা-বাঁকা পথে এদের দেখা যায় না। চট্টগ্রাম অঞ্চলে অনেকেই সৌখিনতার বসে মায়া হরিণ পালন করতেন। হয়তো এমন হতে পারে অদূর ভবিষ্যতে, বর্তমানের চিত্রা হরিণও অন্যান্য প্রজাতির হরিণের মতন এ দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। যেহেতু চিড়িয়াখানাগুলোতে চিত্রা হরিণ অত্যন্ত সহজে পোষা সম্ভব হচ্ছে সেহেতু বসতভিটায়ও হরিণ পোষা বাস্তব দিক থেকে সম্ভব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!