বাস্তব গল্প!

in democracy •  3 years ago 

একটু পড়ি,

Democracy.PNG

একবার হিটলার একজোড়া মুরগি নিয়ে সংসদকক্ষে ঢুকলেন। ঢুকে সবার সামনে একটা একটা করে পালক উপড়াতে লাগলেন। মুরগি দুটো তীব্র যন্ত্রণায় কোঁকাতে লাগলো। তবুও হিটলারের ভ্রুক্ষেপ নেই। মোরগ আর মুরগিকে পালকশুন্য করে হিটলার অবজ্ঞাভরে সংসদকক্ষের চকচকে
মেঝেতে ছুঁড়ে ফেললেন।
তারপর হিটলার পকেটে হাত দিলেন। মুঠো মুঠো গমের দানা বের করে মুরগি দুটোর সামনে ছড়াতে লাগলেন। মুরগি দুটো সব যন্ত্রণা ভুলে একটার পর একটা গমের দানা খুঁটে খুঁটে খেতে লাগলো।
হিটলার হাঁটতে হাঁটতে সমানে গমের দানা ছড়িয়ে দিচ্ছেন আর মুরগি দুটো তার পেছনে পেছনে গমের দানা খুঁটে খুঁটে খেতে খেতে হেঁটে চলেছে।
হিটলার দম্ভের সঙ্গে গর্বভরে বলতে লাগলো, মাননীয় স্পিকার, এই মোরগ আর মুরগিটা হলো গণতান্ত্রিক দেশের জনগণের মতো। তাদের শাসক আর সরকার প্রথমে একটা একটা করে পালক উপড়ে নেয়, সব লুটে নিয়ে জনগণকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। তারপর দু'এক মুঠো গমের দানা ছড়িয়ে ছিটিয়ে জনগণের 'মাসিহা' সেজে মাথার উপর ক্ষমতার ছড়ি ঘোরায়।

সংগৃহীত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!