পরিচয় পর্ব ।। আমার বাংলা ব্লগ ।। কমিউনিটিস ব্লগ ওয়ার্ল্ড ১১ এপ্রিল ২০২২

in dhaka •  3 years ago 

আসসালামু আলাইকুম , আশাকরি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও অশেষ দোয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব।

image.png

আমার নাম তথাগত চৌধুরী আমার ইউজার আইডি @tathagatachy, আমার বাসা রাউজান থানায়। আমার বাবা একজন ব্যবসায়ী মা একজন গৃহিনী। আমার বয়স ৪১ বছর আমি ডিগ্রি কমপ্লিট করেছি পাশাপাশি আমি প্রফেশনালভাবে একটা কোম্পানির সাথে কাজ করছি। আমি দীর্ঘ পাঁচ বছর যাবত এই কোম্পানিটি সাথে কাজ করে আসছি।

image.png

আমি গ্রামে থাকি তাই আমার বাবার জমি জায়গা গুলো চাষাবাদ করি এবং দেখাশোনা করি এখানে বিভিন্ন রকম ফসল ফলায়। আমার গ্রামে থাকতে ভালো লাগে। গ্রামের পরিবেশে আমার খুব ভালো লাগে। আমার লোকদের সাথে মিশতে খুব ভালো লাগে এবং শীতের পিঠা খুব খেতে ভালো লাগে আমি গান শুনতে পছন্দ করি।

image.png

প্রত্যেকটি মানুষ চাই যে স্বাধীন ভাবে বেঁচে থাকতে যেখানে স্বাধীনতা আছে সেখানে স্বাধীন ভাবে কাজ করার মনোভাব গড়ে ওঠে তাই এই ফ্রিল্যান্সিং জগতে পা রাখা আমি মনে মনে বিশ্বাস করি যে আমি একটি ফ্রিল্যান্সিং জগতে খুব ভালো প্ল্যাটফর্ম। আশা রাখি আমি এই প্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখতে পারবে ভালো প্লাটফর্ম আমি বিশ্বাস করি এবং এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

image.png

আমার বাংলা ব্লগ একটি অন্যতম ভালো কমিউনিটি এখানে সততার সাথে কাজ করা হয়। মডারেটর এডমিন থেকে শুরু করে সকলে অনেক সহৃদয় এবং অত্যন্ত ভালো মানুষ। এখানে এসে আমি অত্যন্ত ভাল ব্যবহার এবং সকলের সহযোগিতা পেয়েছি আশাকরি ভবিষ্যতে পাবো।

image.png

অবশ্যই আমরা সততার সাথে আমার বাংলা বাংলা ডিজিটাল কমিউনিটি তে কাজ চালিয়ে যাবো এবং অবশ্যই একদিন না একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আমি সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি এবং আমি পরবর্তীতে কোন পোস্ট করলে সেই পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ধরাইয়া দেবেন।

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার পরিচয় পর্ব পোস্টটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

nice writing

nice

Nice

Nice

great post

Very nice post

very good

Great post

Nice. Thanks for your post

Suppar conrent

your content is very wonderful and fast done

ভালো লিখেছেন

very impressive post

পরিচিত হয়ে ভালো লাগলো। এগিয়ে যান।

আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো।

you are a good writer