আমিও একপ্রকার এগ্রি করি, যে আতসবাজি একটা আননেসেসারি ইন্ডাস্ট্রি

in dipaboli •  3 years ago 

আমিও একপ্রকার এগ্রি করি, যে আতসবাজি একটা আননেসেসারি ইন্ডাস্ট্রি। আর যে সমস্ত কমিউনিস্ট, মানে সাম্যবাদীরা আজ আতসবাজি পোড়াবেন.. আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই টপ হিপোক্রেসি লেভেলে উঠে যাবার জন্য। 😆 শিক্ষা দীক্ষার জলাঞ্জলি। যেসব কাটপিস গুলো "ব্যুম" টাইপের ফাটাচ্ছে, সেগুলোকে সিরিয়া কিংবা ইরাকের কুর্দিশ মেয়েদের সাথে যুদ্ধক্ষেত্রে শেলশকের মধ্যে ছেড়ে দিলে বেটার হবে, "ব্যুম" অনুভব করার শখ বার হয়ে যাবে। 😏 মামলাকারীদের কথা একপ্রকার মেনে নেয়া চলে যে গ্রিন বাজি বলে কিস্‌সু হয়না। আগের পুরোনো যুগ ফিরিয়ে আনা হোক যেখানে শুধু লাইসেন্সপ্রাপ্ত পাইরোটেকনিশিয়ানদের বাজি বানিয়ে ফাটাবার অধিকার ছিল। Bring back old times, where only licenced pyrotechnicians had the right to make and consume firecrackers. 😆

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!