আত্মার ব্যাধি

in disease •  6 years ago 

দেহের যেমন অসুখ আছে
জ্বর, আমাশয়, মাথা ব্যথা;
আত্মা তোমার বীমার বিহীন
এমন কথা শুনছো কোথা?

কাম, ক্রোধ, লোভ, মোহ,
মদ আর মাৎসর্য;
আত্মার এ ব্যাধি তোমার
মানব জীবন করে ধ্বংস!

দেহের দরকার সেবা-যত্ন
আত্মারও তো তাই,
সুস্থ আত্মা না হলে
নাদুশ-নুদুশ দেহের মূল্য নাই।

বীমারগ্রস্থ আত্মাই কেবল
স্বেচ্ছাচারী হয়,
সন্ত্রাসী আর খুন-খারাবী
সবই তারি মূলে রয়!

শান্তির নীড় গড়তে হলে
আত্মা শুদ্ধ করো,
আত্মার ডাক্তার অলি-আল্লাহ
তাঁহার চরণ ধরো।
----------০০০---------

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!