Do you know white disease.

in disease •  6 years ago 

White diseases are very bad diseases. The number of these diseases is increasing but the preventive is not being prepared.

At present, if there is a serious disease, one of the white is among them. If there is a disease in the skin of the silent killers, White is one of them.

images (2).jpeg
Source
There is no country in the present world where the disease is decreasing every day, the disease is increasing every day. Although our researchers do not try to make the antidote by trying their strenuous efforts, but they do not know when that day will come.

In this disease, the researchers are trying to make the antidote. As soon as the disease is going on, the disease is going on.

White disease is very terrible for the skin. It is as bad to see that people have to face different things in the way of the wrong. Due to white diseases, people continued to use different kinds of concoctions about him. Someone says that the problem of dynasty is the problem and problems etc.

The researcher urges them to try their hard work so that we can once again see the face of success. Whether there is a deadly disease in the world, its antidiabetic one day will be discovered or we are waiting for the discovery of the disease preventive medicine.

White diseases are not terrible diseases. Surely the Creator will one day give birth to a great person to discover the antidote for this disease that will make the antidote for this disease through his relentless hard work.

For the treatment of antibiotics such as penicillin, the discovery of that antibiotic for white diseases will help our planet to dream again in a new way.

শ্বেতী রোগ খুবই খারাপ রোগ। যত দিন যাচ্ছে এই রোগের পরিমাণ বেড়েই চলছে কিন্তু প্রতিষেধক তৈরি হচ্ছে না।
বর্তমানে যদি মারাত্মক কোনো রোগ থাকে তার মধ্যে শ্বেতী একটি অন্যতম। ত্বকের রোগের মধ্যে নীরব ঘাতক কোন রোগ থাকে তবে শ্বেতী তার মধ্যে অন্যতম।

বর্তমান পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে এই রোগের পরিমাণ কমছে প্রতিদিনই এ রোগ বেড়েই চলছে। যদিও আমাদের গবেষণাকারী না তাদের নিরলস পরিশ্রমে মধ্যে দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে রোগের প্রতিষেধক তৈরি করার জন্য তবে সেটা কবে সেই দিন আসবে জানি না।

রোগের মধ্যে এই রোগটা গবেষণাকারীরা খুবই চেষ্টা করছে প্রতিষেধক তৈরি করতে। যত দিন যাচ্ছে রোগ বেড়েই চলছে বর্তমানে।

সাদা রোগ চামড়া জন্য খুবই ভয়ানক। এটা দেখতে যেমন খারাপ ঠিক চলার পথে মানুষের কাছে বিভিন্ন কথার সম্মুখীন হতে হয়। সাদা রোগের কারণে মানুষ তার সম্পর্কে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা প্রয়োগ করতে থাকে। কেউ বলে বংশের দোষ কেউ বলে এ সমস্যা ও সমস্যা ইত্যাদি ইত্যাদি।

গবেষণাকারী এর কাছে একটি অনুরোধ তারা তাদের পরিশ্রমকে চেষ্টা করে যাক যাতে একসময় আমরাই সফলতার মুখ দেখতে পারি। পৃথিবীতে মারাত্মক রোগ থাকুক না কেন তার প্রতিষেধক একদিন না একদিন আবিষ্কার হবে আমরা রোগের প্রতিষেধক ওষুধের আবিষ্কারের অপেক্ষায় থাকলাম।

শ্বেতী রোগ কোন ভয়ানক রোগ নয়। নিশ্চয়ই সৃষ্টিকর্তা একদিন এই রোগের প্রতিষেধক আবিষ্কার করতে কোন মহামানব ব্যক্তির জন্ম দেবে যে তার নিরলস পরিশ্রমের মাধ্যমে এই রোগের প্রতিষেধক তৈরি করবে।

এন্টিবায়োটিকের জন্য যেমন পেনিসিলিন আবিষ্কার হয়েছিল ঠিক তদ্রুপ শ্বেতী রোগের জন্য ওই জাতীয় অ্যান্টিবায়োটিক আবিষ্কার হবে আমাদের পৃথিবী কে আবার নতুন করে নতুন ভাবে স্বপ্ন দেখাতে সাহায্য করবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!