লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল আইপিএলে এবারও খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। নিলামে তাকে ছয় কোটি রুপিতে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। ২০১৪ সালের আসরে চাহালের দাম ছিল দশ লাখ রুপি। অর্থাৎ, এবার ৬০ গুণ বেশি দামে বিক্রি হয়েছেন তিনি।
গত আসরে ৩০ লাখ রুপিতে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন পেসার জয়দেব উনাদকাত। এবার সাড়ে এগারো কোটি রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ২০১৭ সালে ১০ লাখ রুপিকে আইপিএলে খেলা স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে এবার তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২০১৬ সালের আসরে ১০ লাখ রুপিতে খেলেছিলেন স্পিন অলরাউন্ডার নিতিশ রানা। এবার তাকে তিন কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৫ সালে এক কোটি রুপিতে খেলা পেসার শারদুল ঠাকুরকে এবার তিন কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
অনেকেই এমন অবিশ্বাস্য দামে বিক্রি হলেও অনেক তারকা খেলোয়াড় দল পাননি। যেমন দল পাননি মার্টিন গাপটিল, হাশিম আমলা, লাসিল মালিঙ্গাদের মতো বড় তারকারা দল পাননি। আবার সাকিব আল হাসান বিক্রি হয়েছেন মাত্র দুই কোটি রুপিতে। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং দানব হিসাবে পরিচিত ক্রিস গেইলও বিক্রি হয়েছেন দুই কোটি রুপিতে।
(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/এসইউএল)
This post has received a 0.16 % upvote from @drotto thanks to: @kdjakirtgl.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hmm
Awesome
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit