Dlive_earning বাংলা।চলুন জেনে নেই dlive থেকে কি করে আপভোট পাবেন।!!
আজকে আমরা কথা বলব dlive নিয়ে।আগেই বলে নেই @dlive হচ্ছে স্টিমিটেরই একটা পার্টনার সাইট।dlive হচ্ছে একটি ভিডিও প্লাটফর্ম।এখানে আর্নিংয়ের বিষয়বস্তু হলো,
১|ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করা।
২|ভিডিও গেইম খেলে ইনকাম করা।
৩|ভিডিও পোস্ট করে ইনকাম করা।
আরো কয়েকটা বিষয়বস্তু অবশ্য আছে কিন্তু এগুলো হলো মূল বিষয়।ত চলুন এবার দেখে নেই কিভাবে করবেন।
১|@dlive এ ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম।প্রথমত আপনারা dlive এর সাইটটিতে যাবেন(https://dlive.io/)। তারপর আপনার steemit (username)(password) দিয়ে লগ ইন করবেন।এবং ডানপাশের upload বাটন এ ক্লিক করবে তারপর যেভাবে ইউটিউব ভিডিও আপলোড করেন সেভাবেই আপলোড করে (title,description,tag)এখানে #tag এর জন্য একটা নিয়ম আছে।সেটা হলো tag এর মধ্যে #dliver এই tag টি ব্যবহার করতে হবে।তাহলেই কিন্তু আপনি তাদের list এ থাকবেন।তাছাড়া কিন্তু আপনি upvote পাবেন না।এর জন্য আরো কিছু নিয়ম আছে চলুন দেখে নেই।
১ম.../dliver #tag ব্যবহার
২য়../.তাদের স্টিমিট একাউন্ট এর follower হতে হবে।লিংক দিয়ে দিলাম
(https://steemit.com/@dlive)
৩../আপনার ভিডিও কন্টেন্ট এর উপর ভিত্তি করে আপনাকে upvote দেয়া হবে।৪../তারা ০%থেকো৭% পর্যন্ত আপভোট দেয়।তাদের ১%=7sbd তাহলে বুজোন তাদের sp কত?
আজ আর বাকি গুলো বল্লাম না।ইনসা-আল্লাহ আগামি পোস্ট বাকি সবগুলা বলে দিব।ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা।
Posted using Partiko Android
very glad to know this thank you for valuable post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit