গোপালপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৯ আটক ৩

in dlive •  7 years ago 

tangailtimes-9-2-18-7_jpg.jpg

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়াকে ৫ বছরের কারান্ডের প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে পুলিশসহ নয়জন আহত হয়।

পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ২২ রাউন্ড শট গানের গুলি ছোড়ে। শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের আভঙ্গী মোড়ে সমাবেশ শুরু করে। পুলিশ বাধা দিলে ধাওয়া, পাল্টা ধাওয়া শুরু হয়। ওসি হাসান আল মামুন জানান, নাশকতার আশঙ্কায় সমাবেশে বাধা দিলে বিএনপির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়।

তাদের হামলা ও ইটপাটকেল নিক্ষেপে এসআই আব্দুল হাইসহ চার পুলিশ আহত হয়। এদের মধ্যে মাথায় গুরুত্বর আঘাত পাওয়া কনস্টেবল শাহীন আলমকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি কর্মী লাবলু মিয়া, ইসমাইল হোসেন ও ফিরোজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল জানান, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দিলে কর্মীরা উত্তেজিত হয়। তখন তাদের উপর লাঠিচার্জ শুরু করলে উত্তেজনা দেখা দেয়। পুলিশের হামলায় তিন কর্মী আহত হয় বলে তিনি দাবি করেন।

টাঙ্গাইলটাইমস

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!